Chandrayaan 3 Landing: 'চাঁদের মাটিতে পা রাখল ভারত', মিলন মেলা প্রাঙ্গণে এসে কী বার্তা মমতার ?
ক্ষুদ্র শিল্প নিয়ে মিলন মেলা প্রাঙ্গণে এদিন উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফেসবুক পোস্টে মমতা লিখেছেন, 'সর্বপ্রথম মিজোরামের মর্মন্তুদ ঘটনায় প্রয়াত সকলের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।'
এদিকে আজই চাঁদে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ হয়েছে। সোশ্যাল পোস্টে, এর পাশাপাশি সে কথাও উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী এদিন ফেসবুক পোস্টে বলেন,' চাঁদের মাটিতে পা রাখল ভারত। মহাকাশের ইতিহাসে নাম লেখাল ভারত। এই মাহেন্দ্রক্ষণে ইসরোর বিজ্ঞানী, কর্মকর্তা এবং এই বিরাট কর্মযজ্ঞের সঙ্গে জড়িত সকল মানুষকে, আমার আন্তরিক শুভকামনা।'
এদিকে মিলন মেলা প্রাঙ্গনে আচমকাই এদিন একটা ঘটে যায়। হেমতাবাদের পর এবার মিলন মেলা, ফের প্রশ্নে মুখ্যমন্ত্রীর সুরক্ষা।
মিলন মেলায় মুখ্যমন্ত্রীর সুরক্ষা বলয় ভেঙে মঞ্চে ওঠার চেষ্টা। মুখ্যমন্ত্রী বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চের সিঁড়ির কাছে পৌঁছে যায় এক যুবক।
ব্যারিকেড টপকে মঞ্চে ওঠার সিঁড়ি কাছে যেতেই রক্ষীদের হাতে পাকড়াও হয় সে। সুরক্ষা বেষ্টনী এড়িয়ে কীভাবে মঞ্চের কাছে? বিরক্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর।
চাঁদের দেশে ভারত।মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস ভারতের।'এই সাফল্য দেশের মুকুটে নতুন পালক জুড়লো। যা পৃথিবীর ইতিহাসের স্বর্ণ পাতায় উজ্জ্বল অক্ষরে রচিত থাকবে', বলেন মমতা।
ক্ষুদ্র শিল্প নিয়ে মিলন মেলা প্রাঙ্গণে সভা চলাকালীন শোরগোল। অভিযুক্ত কমল মাজি দঃ ২৪ পরগনার মিনাখাঁর বাসিন্দা। বাবা অসুস্থ, চাকরির জন্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর চেষ্টার দাবি।
কীভাবে সভা প্রাঙ্গণে ঢোকার জন্য কার্ড পেল অভিযুক্ত যুবক? যদিও জিজ্ঞাসাবাদের পর অবশ্য ছেড়ে দেওয়া হয় ওই যুবককে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -