Chhath Puja 2024 : আজ ও কাল ছটপুজো, দূষণ রুখতে তৎপর KMDA, রইল গঙ্গার ঘাটগুলির ছবি

KMDA On Chhath Puja 2024 : দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে আজ ও কাল ছটপুজো। ছটপুজো উপলক্ষে রবীন্দ্র ও সুভাষ সরোবরের সামনে বাঁশের ব্যারিকেড, রাস্তায় গার্ডরেল।

আজ ও কাল ছটপুজো, দূষণ রুখতে তৎপর KMDA, রইল গঙ্গাঘাটগুলির ছবি

1/12
 দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে আজ ও কাল ছটপুজো। ছটপুজো উপলক্ষে রবীন্দ্র ও সুভাষ সরোবরের সামনে বাঁশের ব্যারিকেড, রাস্তায় গার্ডরেল।
2/12
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ এই দুই জলাশয়ে দূষণ রুখতে তৎপর KMDA। আজ সূর্যদেবের উপাসনায় গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই ভিড়।
3/12
ছট পুজোর দিনগুলিতে ঘি দিয়ে রান্না করলে ভাল হয়। রান্নায় সষ্যের তেল ব্যবহার এসময় না করলেই ভাল হয়।
4/12
রান্নায় সাধারণ নুন থেকে দূরে থাকলেই ভাল হয়। এসময় সৈন্ধব লবন ব্যবহার করাই শ্রেয়।
5/12
সূয ওঠার আগে পরিমাণ মতো জল খেয়ে নিতে পারেন। এসময় উপোস সেরে সন্ধ্যা বেলায় রুটি খাবেন। নুন ছাড়া ঘি খাবেন।
6/12
  ছট পুজোর দিনগুলিতে ভূল করেও চুল কাটানো বা নখ কাটাকাটিতে যাবেন না। 
7/12
মূলত ছট বা ছঠ , ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্যষষ্ঠী ব্রত হওয়ায় জন্য একে ছট বলা হয়।
8/12
কিছু পৌরাণিক আখ্যানে ছট পুজোর রীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসবের নিদর্শন দেখা যায়।
9/12
ঋকবেদের শ্লোকে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন রয়েছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রীক, রোমান, মিশরীয় সভ্যতাতেও সূর্যই প্রধান দেবতা ছিলেন। 
10/12
 জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে বরাবরের মতই কলকাতার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
11/12
  সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটা গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স, মোতায়েন পুলিশও ।
12/12
গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য, প্রতিবছরের মতো এবারেও শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।
Sponsored Links by Taboola