Onion Price Hike: পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মালা পরে মিছিল তৃণমূল বিধায়কের
Chinsurah Onion Price Protest: গলায় পেঁয়াজের মালা পরে মিছিল করলেন চুঁচুঁড়ার বিধায়ক অসিত মজুমদার।
পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মালা পরে মিছিল তৃণমূল বিধায়কের
1/10
পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল । গলায় পেঁয়াজের মালা পরে মিছিল।
2/10
পেঁয়াজের মালা পরে মিছিল করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুঁড়ার ঘড়ির মোড় থেকে শুরু হয় মিছিল।
3/10
বাজারের সামনে স্লোগানও দেন তৃণমূল কর্মীরা। ৮০ টাকা কেজি পেঁয়াজ। বেড়েছে বাণিজ্য়িক গ্য়াসের দামও।
4/10
প্রতিবাদে পথে নামল তৃণমূল। গলায় পেঁয়াজের মালা পরে মিছিল করলেন চুঁচুঁড়ার বিধায়ক অসিত মজুমদার।
5/10
চুঁচুঁড়ার ঘড়ির মোড় থেকে শুরু হয় মিছিল। বাজারের সামনে স্লোগানও দেন তৃণমূল কর্মীরা (TMC)।
6/10
উৎসবের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কোথাও ৮০, কোথাও ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ।
7/10
মূল্যবৃদ্ধি রুখতে এবার অভিযানে নামল টাস্ক ফোর্স। নাগেরবাজার ও বাগুইআটির বিভিন্ন বাজারে সবজি ও আনাজের দাম খতিয়ে দেখা হচ্ছে।
8/10
কোথাও বেশি দাম নেওয়ার অভিযোগ উঠলে ব্যবসায়ীদের সতর্ক করছেন টাস্ক ফোর্সের সদস্যরা।
9/10
কোথা থেকে, কত দামে পেঁয়াজ কেনা হচ্ছে, খোলা বাজারে তা কত দামে বিক্রি হচ্ছে, সবই নোটবন্দি করছে টাস্ক ফোর্স।
10/10
সম্প্রতি ৪০ থেকে এক লাফে হাফ সেঞ্চুরি করেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। আলুর সঙ্গে পাল্লা দিয়ে, প্রতিদিন দামে চার-ছক্কা হাকাচ্ছিল পেঁয়াজ। মূলত মহারাষ্ট্রের নাসিক থেকেই পেঁয়াজ আমদানি হয়। বাজারে যোগান কম থাকার কারণেই চড়চড় করে পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
Published at : 03 Nov 2023 11:18 AM (IST)