Onion Price Hike: পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, মালা পরে মিছিল তৃণমূল বিধায়কের
পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল । গলায় পেঁয়াজের মালা পরে মিছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেঁয়াজের মালা পরে মিছিল করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুঁড়ার ঘড়ির মোড় থেকে শুরু হয় মিছিল।
বাজারের সামনে স্লোগানও দেন তৃণমূল কর্মীরা। ৮০ টাকা কেজি পেঁয়াজ। বেড়েছে বাণিজ্য়িক গ্য়াসের দামও।
প্রতিবাদে পথে নামল তৃণমূল। গলায় পেঁয়াজের মালা পরে মিছিল করলেন চুঁচুঁড়ার বিধায়ক অসিত মজুমদার।
চুঁচুঁড়ার ঘড়ির মোড় থেকে শুরু হয় মিছিল। বাজারের সামনে স্লোগানও দেন তৃণমূল কর্মীরা (TMC)।
উৎসবের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কোথাও ৮০, কোথাও ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ।
মূল্যবৃদ্ধি রুখতে এবার অভিযানে নামল টাস্ক ফোর্স। নাগেরবাজার ও বাগুইআটির বিভিন্ন বাজারে সবজি ও আনাজের দাম খতিয়ে দেখা হচ্ছে।
কোথাও বেশি দাম নেওয়ার অভিযোগ উঠলে ব্যবসায়ীদের সতর্ক করছেন টাস্ক ফোর্সের সদস্যরা।
কোথা থেকে, কত দামে পেঁয়াজ কেনা হচ্ছে, খোলা বাজারে তা কত দামে বিক্রি হচ্ছে, সবই নোটবন্দি করছে টাস্ক ফোর্স।
সম্প্রতি ৪০ থেকে এক লাফে হাফ সেঞ্চুরি করেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। আলুর সঙ্গে পাল্লা দিয়ে, প্রতিদিন দামে চার-ছক্কা হাকাচ্ছিল পেঁয়াজ। মূলত মহারাষ্ট্রের নাসিক থেকেই পেঁয়াজ আমদানি হয়। বাজারে যোগান কম থাকার কারণেই চড়চড় করে পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -