Christmas 2021: আলোর মালায় ঝলমলে তিলোত্তমা, দেখে নিন পার্ক স্ট্রিটের বড়দিনের সাজ
সেলফি, গান, আড্ডা ও সঙ্গে কেক ও খানা-পিনা। বড়দিন। যিশুর জন্মদিনে উৎসবমুখর গোটা বিশ্ব। বাদ নেই কলকাতাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিলোত্তমার বড়দিনের উৎসব আর পার্ক স্ট্রিট কার্যত সমার্থক। আলোর সাজে অনন্য রূপ নিয়েছে মাদার টেরিজা সরণি।
করোনা-আবহে ওমিক্রন শঙ্কা নিয়েই কোভিড বিধি মেনে বড়দিনের আনন্দে ভাসতে শুরু করেছে তিলোত্তমা।
পার্ক স্ট্রিটে ভিড় করাদের মধ্যে অনেকেই শহরের এই সাজ দেখছেন প্রথমবার, আলোর রোশনাইয়ের সঙ্গে পাল্লা দিয়েই মাস্কে ঢাকা মুখে ঝিলিক দিচ্ছে চোখ দুটো।
কলকাতার অনেক বাসিন্দাই আবার বড়দিন ও পার্ক স্ট্রিটের ককটেল মাখা মিস করতে নারাজ।
অ্যালেন পার্কে গানের সঙ্গে কোমর দোলাতেও দেখা মিলেছে অনেককে। ভিড় থেকে ভেসে আসছে গানের কোলাজ।
ভিড় বাড়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে জোরদার। পার্ক স্ট্রিট এলাকায় মোতায়েন প্রায় ৩ হাজার পুলিশকর্মী। তিনটি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।
এর মাঝেই পার্ক স্ট্রিট ধরে কয়েক পা এগোলেই দেখা মিলবে ৫৪ ফুট পেল্লাই ক্রিসমাস ট্রি-র। যা এখনও পর্যন্ত কলকাতায় তৈরি ক্রিসমাস ট্র্রি-র গুলোর মধ্যে সবথেকে লম্বা বলেই দাবি।
স্যান্টার আগমনের আগেই পার্ক স্ট্রিটে ভিড় করা জনতার আনন্দ বাড়াতে টুপি, বেলুন নিয়ে হাজির একাধিক বিক্রেতা।
অনেক ক্রেতারই যদিও আপেক্ষ, মহামারী কাটিয়ে ভিড় ফিরলেও এখনও সেই আগের কেনাকেটা ফিরল কই। সবাই শুধু হেঁটেই চলেছে, কেনাকাটা করার লোক খুব কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -