Christmas 2022: জন্মদিনে পরম শ্রদ্ধায় স্মরণ যিশুকে, বেলুড় মঠে আরাধনা
মহাসমারহে বেলুড়মঠে (Belur Math) হল যিশু পুজো। প্রতিবছর বড়দিনের আগের সন্ধ্যায় এই যিশু পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ডান দিকে প্রভু যিশুর ছবির সামনে ফুল,মালা ধূপ ধুনো কেক, পেস্ট্রি, চকলেট, মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো নিবেদন করা হয়। একই সঙ্গে এই দিনই যিশুখ্রিস্টের জীবনী এবং তার বার্তারও বর্ণনা করা হয়।
১৮৮৬ সালের ১৬ অগষ্ট, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মহাপ্রয়ানের এক সপ্তাহ পর স্বামী বিবেকানন্দ তাঁর অন্যান্য গুরু ভাইদের সঙ্গে হুগলির আটপুরে গিয়েছিলেন স্বামী প্রেমানন্দজী বা বাবুরাম মহারাজের বাড়িতে।
সেখানেই এমনই এক শীতের সন্ধ্যায় তিনি ধুনি জ্বালিয়ে তাঁর গুরুভাইদের যিশু ক্রিস্টের জীবনী এবং তাঁর আত্মত্যাগের বর্ণনা করছিলেন। ঘটনাচক্রে সেই দিনটা ছিল ক্রিসমাস ইভ।
আর সেই দিনটা স্মরণ করেই বেলুড় মঠে প্রতি বছরের মত এবারেও মহা সমারোহে যিশু'র আরাধনা বা যিশু পুজা হয়ে আসছে।
মূল মন্দিরের ভিতরে ঠাকুরের সন্ধ্যা আরতির পর মন্দিরের ভেতরেই ডান দিকে যীশুর ছবির সামনে এই অনুষ্ঠান হয়।
গত দু'বছর করোনার কারণে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।
এবার সেই নিষেধাজ্ঞা নেই। ফলে এই বারে ভক্ত এবং দর্শকের ঢল নেমেছে বেলুড়মঠে। পুজো শেষে ভক্তদের হাতে প্রসাদ মিষ্টি এবং কেক বিতরণ করা হবে।
পরম শ্রদ্ধায় মোমবাতি জ্বালাচ্ছেন এক সন্ন্যাসী।
অনুষ্ঠানের সব ছবি শেয়ার করা হয়েছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠের ফেসবুক অ্যাকাউন্ট থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -