Christmas Day 2021: রাত পোহালেই ক্রিসমাস, কলকাতার বেকারিতে কীভাবে হচ্ছে কেক মিক্সিং?

কলকাতার বেকারিতে কীভাবে হচ্ছে কেক মিক্সিং?

1/10
রাত পোহালেই ক্রিসমাস। বড়দিনের আগে সেজে উঠেছে কলকাতা। দিকে দিকে আলোর রোশনাই। আঁটোসাঁটো নিরাপত্তা তিলোত্তমা।
2/10
আর বড়দিন মানেই কেক। সারা বছর কেক খেলেও এই বড়দিনে কেক মাস্ট। খাদ্য রসিক বাঙালির কাছে যা কেক উৎসবও বটে।
3/10
নানা ধরনের কেক মেলে এই বড়দিনে। মধ্য কলকাতার কেন্দ্রবিন্দু তালতলায় কেক তৈরির বেকারি। প্রসিদ্ধ এই বেকারিতে এই মুহূর্তে তুঙ্গে ব্যস্ততা।
4/10
কীভাবে তৈরি হচ্ছে কেক? কীভাবে বড়দিনের প্রস্তুতি নিচ্ছে কলকাতা? কীভাবে চলছে কেক তৈরির কাজ?
5/10
৭৪ নম্বর তালতলার এই বেকারিতে মূলত কেক মিক্সিং এবং মেকিংয়ের কাজ হয়। বেকারি কর্তৃপক্ষ জানাচ্ছেন গ্রাহকরাই কেক তৈরির সরঞ্জাম নিয়ে হাজির হন।
6/10
এই উপকরণের মধ্যে রয়েছে মাখন, ময়দা, ডিম। কীভাবে তৈরি হচ্ছে কেক? প্রথমে সব উপকরণ একত্রে করে হচ্ছে মিক্সিং। এরপর ধাপে ধাপে তৈরি হচ্ছে কেক।
7/10
কেক তৈরি করতে করতে এক ব্যক্তি জানান, মাখন, ডিম, ময়দা, চিনি দিয়ে মিক্সিং হচ্ছে। তারপর সেটা দেওয়া হবে ডাইসে। এরপর নির্দিষ্ট সময়ে ওভেনে রাখা হবে। তারপরই প্রস্তুত কেক।
8/10
ক্রেতার পছন্দসই ছাঁচে ফেলে এই কেক তৈরি হয় বলে জানাচ্ছে বেকারি কর্তৃপক্ষ। এই পদ্ধতিতে কেক বিক্রির পাশাপাশি সামান্য সংখ্যক রেডিমেড কেকও বিক্রি করা হয়ে থাকে এই বেকারি থেকে।
9/10
এক ক্রেতা জানান, “ বহু বছর ধরেই এখানে আসছি। বরাবরই খুব ভাল কেক বানায়। আর নিজের মতো করে কেক বানিয়ে নেওয়া যায় বলেই এই বেকারি এত পছন্দের।’’
10/10
বেকারি কর্তৃপক্ষ জানাচ্ছে, গত কয়েকবছরের তুলনায় এই বছর ছবিটা খানিকটা হলেও বদলেছে। প্রতিটি উপকরণের দাম বেড়েছে। ফলে বাড়াতে হয়েছে তাদের কেকের দামও।
Sponsored Links by Taboola