Garden Reach Building Collapse: মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচের আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে ( Garden Reach Building Collapse) ঘটনাস্থলে যাওয়ার পর এবার আহতদের দেখতে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআহতদের সঙ্গে দেখা করলেন মমতা। নার্সিংহোমে যারা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
গার্ডেনরিচের পাহাড়পুরে বহুতল-বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।ঘন জনবসতিপূর্ণ এলাকা। বছরের পর বছর ধরে এখানে বেআইনি নির্মাণ চলছে।জানান মুখ্যমন্ত্রী।
এদিন সকাল ৯টা ১০-এ মাথায় ব্যান্ডেজ নিয়েই দুর্ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা।
দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
তারপর আহতদের দেখতে হাসপাতালে যান মমতা। সবরকম ভাবে পাশে থাকার বার্তা।
পাশাপাশি এদিন সকালেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মমতা।
মুখ্যমন্ত্রীর কিছুটা সময় আগেই ঘটনাস্থলে পৌঁছে ফিরহাদ বলেন , 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। যারা মারা গিয়েছে তাঁদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা দেওয়া হবে।'
রবিবার রাত ১২টা নাগাদ, কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুরে ভেঙে পড়ে গার্ডেনরিচের নির্মীয়মান বহুতলটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -