New Garia-Ruby Metro: যাত্রী পরিষেবা শুরুর আগে প্রস্তুতি যাচাই, নতুন মেট্রো রুটের অপেক্ষায় শহরবাসী
যাত্রী পরিষেবা শুরু করার আগে প্রস্তুতি যাচাই করতে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচূড়ান্ত পরীক্ষায় পাস করলেই অরেঞ্জ লাইনের এই মেট্রো পথে ছাড়পত্র মিলবে। নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুট পাবে শহরবাসী।
সেপ্টেম্বরেই হয়েছে ট্রায়াল রান যাত্রী পরিষেবা শুরুর আগে, এবার নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুটের প্রস্তুতি খতিয়ে দেখলেন, কমিশনার অফ রেলওয়ে সেফটি।
নিউ গড়িয়া - এয়ারপোর্ট মেট্রোর প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলবে।
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫টি স্টেশন। দূরত্ব ৫ দশমিক ৪ কিলোমিটার।
সোমবার, প্রতিটা স্টেশনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন, কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র।
এদিনের পরীক্ষায় পাস করলেই, অরেঞ্জ লাইনের এই মেট্রো রুটে পরিষেবা শুরু হতে আর বাধা থাকবে না।
নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট চালু আছে। এরপর নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হলে, দু’টি মেট্রো রুট যোগ হবে নিউ গড়িয়ায়।
ফলে নিউ গড়িয়ায় তৈরি হবে রাজ্যে মেট্রোর প্রথম জংশন স্টেশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -