New Garia-Ruby Metro: যাত্রী পরিষেবা শুরুর আগে প্রস্তুতি যাচাই, নতুন মেট্রো রুটের অপেক্ষায় শহরবাসী

Kolkata Metro: চূড়ান্ত ছাড়পত্র পেলেই শহরের বুকে শুরু হবে আরও একটি মেট্রো রুট।

ফাইল ছবি

1/9
যাত্রী পরিষেবা শুরু করার আগে প্রস্তুতি যাচাই করতে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুট খতিয়ে দেখলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
2/9
চূড়ান্ত পরীক্ষায় পাস করলেই অরেঞ্জ লাইনের এই মেট্রো পথে ছাড়পত্র মিলবে। নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুট পাবে শহরবাসী।
3/9
সেপ্টেম্বরেই হয়েছে ট্রায়াল রান যাত্রী পরিষেবা শুরুর আগে, এবার নিউ গড়িয়া থেকে রুবি নতুন মেট্রো রুটের প্রস্তুতি খতিয়ে দেখলেন, কমিশনার অফ রেলওয়ে সেফটি।
4/9
নিউ গড়িয়া - এয়ারপোর্ট মেট্রোর প্রথম পর্যায়ে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলবে।
5/9
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫টি স্টেশন। দূরত্ব ৫ দশমিক ৪ কিলোমিটার।
6/9
সোমবার, প্রতিটা স্টেশনে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন, কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র।
7/9
এদিনের পরীক্ষায় পাস করলেই, অরেঞ্জ লাইনের এই মেট্রো রুটে পরিষেবা শুরু হতে আর বাধা থাকবে না।
8/9
নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুট চালু আছে। এরপর নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হলে, দু’টি মেট্রো রুট যোগ হবে নিউ গড়িয়ায়।
9/9
ফলে নিউ গড়িয়ায় তৈরি হবে রাজ্যে মেট্রোর প্রথম জংশন স্টেশন।
Sponsored Links by Taboola