Abhishek Banerjee: '২০ লক্ষ পরিবার ১০০ দিনের কাজের টাকা পায়নি', অভিষেকের নিশানায় মোদি সরকার

Abhishek Attacks Modi Govt: ‘কী করেছেন কোচবিহারের জন্য?’, অভিষেকের নিশানায় মোদি সরকার।

'২০ লক্ষ পরিবার ১০০ দিনের কাজের টাকা পায়নি', অভিষেকের নিশানায় মোদি সরকার

1/10
সিতাইয়ের সভায় মোদি সরকার এবং নিশীথ প্রামাণিককে তীব্র আক্রমণ অভিষেকের।
2/10
তিনি বলেন ‘এখানকার সাংসদ কেন্দ্রের স্বরাষ্ট্র ও যুব কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী। কী করেছেন কোচবিহারের জন্য? গত ৯ বছরে কোচবিহারে একটা স্টেডিয়াম বা স্পোর্টস কমপ্লেক্স করেছেন?
3/10
গত ৯ বছরে রাজনীতির বাইরে মোদি কোচবিহারে একটিও সভা করেছেন? কিন্তু মমতা বারবার কোচবিহার এসেছেন।’ সিতাইয়ের সভা থেকে মোদি সরকারকে নিশানা অভিষেকের।
4/10
অপরদিকে, তিনি এদিন বলেন, ' প্রার্থী বেছে নেওয়ার অধিকার আপনাদের। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। মানুষ যাকে প্রার্থী চাইবেন, তৃণমূল তাকেই জয়ী করে পঞ্চায়েতে নিয়ে আসবে।
5/10
৫ বছর দলমত নির্বিশেষে আপনাদের পাশে থাকবে এমন মানুষকে প্রার্থী করবেন। পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান কে হবেন আপনারা ঠিক করবেন। তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়তে চায়। গোপন ব্যালটে ভোট দিয়ে নির্বাচন করুন।'
6/10
প্রসঙ্গত, ঘোষণা হওয়া মাত্রই তুলনা শুরু হয়। তা মাথায় রেখেই 'জনসংযোগ যাত্রা'র সূচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
7/10
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারাভিযান হিসেবেই দেখা হচ্ছে এই 'জনসংযোগ যাত্রা'কে।
8/10
অবধারিত ভাবে তুলনা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'র সঙ্গে। যদিও অভিষেকের দাবি, তাঁর এই যাত্রা মোটেও 'ভারত জোড়ো যাত্রা' নয়।
9/10
তবে খাতায়-কলমে এই কর্মসূচির নাম রাখা হয়েছে 'তৃণমূলে নবজোয়ার'।  এই কর্মসূচির দু'টি অঙ্গ রয়েছে, প্রথমটি হল, জনসংযোগ যাত্রা, এবং দ্বিতীয়টি হল, গ্রাম বাংলার মতামত।
10/10
তার আওতায় গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে সংযোগ বাড়ানো, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের পছন্দ-অপছন্দকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান অভিষেক। 
Sponsored Links by Taboola