Coromandel express Accident: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারকে নিশানা মমতা-অভিষেকের, পাল্টা বিরোধীরাও
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ও রেল দুর্ঘটনার পর দিয়েছিলেন ইস্তফা। তবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ২০০০ সালের ঘটনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতথাগত রায় বলেছেন, 'আমি একজন প্রাক্তন রেলকর্মী এবং কীভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, তা বোঝার চেষ্টা করছিলাম। এরই মধ্যে কিছু 'ধর্মনিরপেক্ষ' মূর্খ চিৎকার করতে লাগল, কেন আমি দুঃখপ্রকাশ করিনি ? দুর্ঘটনার কথা শুনে আমি সত্য়িই মর্মাহত। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
অধীর চৌধুরী বলেন, 'বারবার বুলেট ট্রেন বুলেট ট্রেন প্রসঙ্গ....। শুনলে আপনি চমকে যাবেন। রোজ দেশের ২৫ লাখ সওয়ারি রেল সফর করে। তো বুলেট ট্রেন চালাতে সব অর্থ ওখানেই বরাদ্দ করা হচ্ছে। কোথাও আবার বন্দে ভারতের কথা বলা হচ্ছে।... তাই এই খাতে যদি ঠিক মতো করে নজর না দেওয়া হয়, তাহলে সবচেয়ে বড় ভুল এখানেই। যার ফল ভুগতে হচ্ছে।'
ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'মন্ত্রীরা রেলে চড়েন না, বিমান-কপ্টারে ওঠেন। মর্মান্তিক দুর্ঘটনা, রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি কলিশন ডিভাইসের কথা বলার তেরো-চোদ্দ বছর পরেও কেন তা চালু হল না? এত প্রাণের দাম কে দেবে?'
দিলীপ ঘোষ বলেন, 'যারা এই ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক বা চিকিৎসার জন্য দক্ষিণ ভারত যাচ্ছিলেন বা চিকিৎসা করে ফিরে আসছিলেন।' এই তথ্যের দাবি জানিয়ে দিলীপ ঘোষের প্রশ্ন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন আপনি ?'
পয়েন্ট বিভ্রাটে বালেশ্বরে এত বড় দুর্ঘটনা? কুণাল ঘোষের ট্যুইটে নতুন মোড়। একটি অডিও অডিও ক্লিপ ট্যুইট করে কুণাল ঘোষ লিখেছেন, 'সিগন্যাল ছিল মেনলাইনের, আর পয়েন্ট ছিল লুপলাইনে।'
ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন দেবও।
শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্টে জানিয়েছেন, 'করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার বিষয়ে আপনার ইতিমধ্যেই অবগত আছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপির সৈনিক হিসেবে কঠিন পরিস্থিতির মোকাবিলায় কিছু পদক্ষেপ করতে সক্ষম হয়েছি ইতিমধ্য়ে।..আমাদের ছেলেরা অনবরত পরিষেবা দিচ্ছে।' পাশাপাশি জন পরিষেবার জন্য অস্থায়ী ক্যাম্পের জরুরী ফোন নাম্বারও শেয়ার করেছেন তিনি।
অভিনেত্রী মিমি চক্রবর্তী ট্য়ুইট করে বলেছেন, 'এই দুর্ঘটনা হৃদয়বিদারক। প্রিয়জনদের যারা হারিয়েছেন, সেই সকল পরিবারের জন্য প্রার্থনা এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।'
প্রসঙ্গত, বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে গিয়ে দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনেই রেলে বর্তমান পরিবহন ব্যবস্থা ও গাফিলতির প্রসঙ্গগুলি সামনে তুলে ধরেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -