Corona New Variant : খোঁজ মিলেছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের, এই লক্ষণ দেখলেই পরীক্ষা করান

খোঁজ মিলেছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের, এই লক্ষণ দেখলেই পরীক্ষা করান

1/10
রোগ প্রকোপের ভয়াবহতা কাটিয়ে সবে যখন দেশ ধাতস্থ হচ্ছে, তখন করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, এটা কি করোনার চতুর্থ ঢেউয়ের বিপদ বার্তা?
2/10
ইতিমধ্যেই রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে! করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ!
3/10
ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে।
4/10
এর আগে দক্ষিণ ভারতে BA.4 ও BA.5-র মতো প্রজাতির হদিশ মিললেও, এই প্রথম করোনার মিশ্র প্রজাতির হদিশ পাওয়া গেল বাংলায়!
5/10
স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম।
6/10
জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।
7/10
প্রয়োজন মনে হলে, করোনা টেস্ট করাতে হবে। যাঁরা ভ্যাকসিন নেওয়ার যোগ্য, তাঁদের অবশ্যই সমস্ত ডোজ, নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিতে হবে।
8/10
মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যা ইদানিং অনেক মানুষই ছেড়েছেন।
9/10
করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়! বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। জানিয়েছে কেএমসি-র দায়িত্বপ্রাপ্তরা।
10/10
এই পরিস্থিতিতে নিজেরা দায়িত্ব নিলে তবেই আরেকটা ঢেউ আটকানো যাবে মনে করছেন চিকিৎসকরা।
Sponsored Links by Taboola