Corona New Variant : খোঁজ মিলেছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের, এই লক্ষণ দেখলেই পরীক্ষা করান
রোগ প্রকোপের ভয়াবহতা কাটিয়ে সবে যখন দেশ ধাতস্থ হচ্ছে, তখন করোনার সংক্রমণ হঠাৎ করে গতি পাওয়ায় বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, এটা কি করোনার চতুর্থ ঢেউয়ের বিপদ বার্তা?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে! করোনা আক্রান্ত একজনের নমুনায় মিলেছে ওমিক্রনের মিশ্র প্রজাতির খোঁজ!
ওমিক্রন BA.4 এবং BA.5 মিশ্র প্রজাতির নমুনা ধরা পড়েছে কল্যাণীর NIBMG এর জিনোম সিকোয়েন্সিংয়ে।
এর আগে দক্ষিণ ভারতে BA.4 ও BA.5-র মতো প্রজাতির হদিশ মিললেও, এই প্রথম করোনার মিশ্র প্রজাতির হদিশ পাওয়া গেল বাংলায়!
স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই বিশেষ প্রজাতিতে রোগীর মৃত্যুর সম্ভাবনা কম।
জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।
প্রয়োজন মনে হলে, করোনা টেস্ট করাতে হবে। যাঁরা ভ্যাকসিন নেওয়ার যোগ্য, তাঁদের অবশ্যই সমস্ত ডোজ, নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিতে হবে।
মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যা ইদানিং অনেক মানুষই ছেড়েছেন।
করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়! বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। জানিয়েছে কেএমসি-র দায়িত্বপ্রাপ্তরা।
এই পরিস্থিতিতে নিজেরা দায়িত্ব নিলে তবেই আরেকটা ঢেউ আটকানো যাবে মনে করছেন চিকিৎসকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -