Cough Syrup Row: 'কাশি কখনও কাফ সিরাপে সারে না..মা-বাবাই জোর করেন' বাচ্চাদের কাফ সিরাপ দেওয়া প্রসঙ্গে মত চিকিৎসকদের
কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ২ বছরের কম বয়সের শিশুকে কাফ সিরাপ দেওয়া উচিত নয়। ৫ বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে।
বাচ্চাদের কাফ সিরাপ দরকারই নেই? লাভের থেকে ক্ষতিই বেশি?বলছেন ডা. অপূর্ব ঘোষ, ডা. জয়দেব রায়?
1/8
কাফ সিরাপ নিয়ে দেশজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। তামিলনাড়ুর শ্রেসান ফার্মাসিউটিক্যালসের কোল্ডরিফ কাফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে ৯ জন এবং রাজস্থানে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
2/8
কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ২ বছরের কম বয়সের শিশুকে কাফ সিরাপ দেওয়া উচিত নয়। ৫ বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে।
3/8
কিন্তু ২ বছরের কম বয়সের শিশুর কাশি হলে কী করবেন অভিভাবকরা ? চিকিৎসক অপূর্ব ঘোষ বলছেন, অনেক সময়ই মা-বাবারা এসে জোরাজুরি করেন, ডাক্তার বাবু একটা সিরাপ লিখে দিন। কিন্তু শিশুদের কাশি ওই ওষুধসারে না।
4/8
চিকিৎসক অপূর্ব ঘোষের মতে, কাশির যে ওষুধ খেয়ে শিশুগুলির মৃত্যু হয়েছে, তারা কিন্তু কেউ ওষুধের কম্পোনেন্টের জন্য মারা যায়নি। নিশ্চয়ই কোনও ভাবে ওষুধগুলি দূষিত বা ভেজাল হয়েছিল।
5/8
শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বললেন, কাশি হল শরীরের ডিফেন্স সিস্টেম। তাই কাশি হলেই তা থামানোর জন্য তড়িঘড়ি ওষুধ খেতে হবে এমন নয়। কিন্তু মা-বাবারা এটার জন্যই ব্যস্ত হন। বাচ্চা কাশলেই তাকে কাফ সিরাপ দিতে হবে এটা ঠিক নয়।
6/8
তাঁর মতে, কাফ সিরাপ দেওয়ার আগে, কেন বাচ্চাটি কাশছে, তা নির্ণয় করে, তার চিকিৎসা করা দরকার।
7/8
চিকিৎসক অপূর্ব ঘোষের মতে, কোনও উন্নত দেশেই কাফ সিরাপ হয় না। সিরাপে কাশি সারে না। কিন্তু অনেক সময়ই মা-বাবা মানতে চান না।
8/8
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, প্রেসক্রিপশন ছাড়া যেন কেউ কাফ সিরাপ না কেনেন। অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে। কাফ সিরাপ খাওয়ালে সেই শিশুকে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে।
Published at : 04 Oct 2025 02:53 PM (IST)