Covid 19 : কলকাতায় প্রসূতির করোনা, হাসপাতালে ভর্তি কিশোর, এ রাজ্যে নতুন করে কোভিডের ঢেউ?
Coronavirus : করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর নাম। জানা গেছে, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট।
এ রাজ্যে নতুন করে কোভিডের ঢেউ?
1/10
রাজ্যের আকাশেও কি কোভিড-আতঙ্কের সিঁদুরে মেঘ ঘনাচ্ছে? এরাজ্যেও বাড়ছে করোনা সংক্রমণ। বিভিন্ন হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নতুন করে আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন কোভিড ১৯ -এ।
2/10
২০২০ থেকে ২২ সালের করোনা আতঙ্ক কাটিয়ে এখনও ধাতস্থ হওয়ার লড়াই জারি রয়েছে এ দেশে। তার আগেই এবার ফের দেশ তথা বিশ্ব জুড়ে ফের মাথা চাড়া দিচ্ছে কোভিড আতঙ্ক।
3/10
ইতিমধ্যেই মহারাষ্ট্র, কর্ণাটকে প্রাণও কেড়েছে ভয়ানক ভাইরাস। চিন্তা বাড়িয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।
4/10
তাহলে কি এরাজ্যের আকাশেও কোভিড-আতঙ্কের সিঁদুরে মেঘ ঘনীভূত হচ্ছে? বিভিন্ন হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন করে আরও করোনা আক্রান্তের হদিশ মিলেছে।
5/10
৬ জন চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলো হাসপাতালে। তাঁদের সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
6/10
বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন এক মহিলার করোনা পজিটিভ ধরা পড়ে। ২ দিন ভর্তি থাকার পর শনিবার তাঁকে ডিসচার্জ করা হয়।
7/10
ইতিমধ্যেই কলকাতার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে, এক প্রসূতির করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। সুস্থ আছে সদ্যোজাত।
8/10
করোনা আক্রান্ত বছর ১৫-র এক কিশোরও। পিয়ারলেস হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে সে। অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ২ কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। ১ মহিলা ও এক বালকের কোভিড পজিটিভ।
9/10
সংক্রমণের নেপথ্যে উঠে আসছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1-এর নাম। জানা গেছে, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুর, হংকং-সহ এশিয়ার দেশগুলির পাশাপাশি, আমেরিকাতেও এর উপস্থিতি চিহ্নিত হয়েছে। সংক্রমণ হু-হু করে বাড়ছে।
10/10
রাজ্য সরকারের দাবি, সার্বিকভাবে পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতর যেমন গাইড লাইন দেবে, কলকাতা পুরসভা সেই অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আশ্বাসবাণী শোনা গিয়েছে মেয়রের মুখে।
Published at : 26 May 2025 07:39 AM (IST)