Durga Puja 2023: সকাল থেকেই ভিড় ভক্তদের, শারদোৎসবের সূচনা বেলুড় মঠে
আজ ষষ্ঠী। দেবীর বোধন। ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হল বেলুড় মঠে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে।
সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে।
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷
গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷
সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷
বেলুড় মঠের রীতি অনুযায়ী ষষ্ঠীর সকালে মায়ের ঘাটে দেবী চন্ডীকার মঙ্গল ঘটে পবিত্র গঙ্গা জল নিয়ে এসে নবনির্মিত দেবী মৃন্ময়ী মূর্তির পাশে স্থাপন করা হয়।
সকাল থেকেই শুরু হয় কল্পারম্ভের পুজো।
এরই মাধ্যমে সন্ন্যাসী ব্রহ্মচারীরা মাকে আহ্বান জানান বেলুড় মঠে অধিষ্ঠিত হওয়ার জন্য। সন্ধেয় দেবীর অধিবাস ও আমন্ত্রণ।
বলা যায় এরই মাধ্যমে পাঁচ দিনের বেলুড় মঠের মহাপুজার শুভ সূচনা হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -