Durga Puja 2023: সকাল থেকেই ভিড় ভক্তদের, শারদোৎসবের সূচনা বেলুড় মঠে

Durga Puja at Belur Math সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন

ফাইল ছবি

1/10
আজ ষষ্ঠী। দেবীর বোধন। ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা হল বেলুড় মঠে ।
2/10
আজ রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে।
3/10
সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে।
4/10
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷
5/10
গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷
6/10
সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে মহোত্সবের আবহ৷
7/10
বেলুড় মঠের রীতি অনুযায়ী ষষ্ঠীর সকালে মায়ের ঘাটে দেবী চন্ডীকার মঙ্গল ঘটে পবিত্র গঙ্গা জল নিয়ে এসে নবনির্মিত দেবী মৃন্ময়ী মূর্তির পাশে স্থাপন করা হয়।
8/10
সকাল থেকেই শুরু হয় কল্পারম্ভের পুজো।
9/10
এরই মাধ্যমে সন্ন্যাসী ব্রহ্মচারীরা মাকে আহ্বান জানান বেলুড় মঠে অধিষ্ঠিত হওয়ার জন্য। সন্ধেয় দেবীর অধিবাস ও আমন্ত্রণ।
10/10
বলা যায় এরই মাধ্যমে পাঁচ দিনের বেলুড় মঠের মহাপুজার শুভ সূচনা হল।
Sponsored Links by Taboola