CV Ananda Bose : বাংলার নতুন রাজ্যপাল বিজেপির সদস্য, লিখেছেন নানা ভাষায় ৪০ টি বই !
ভারত সরকারে সচিব, মুখ্য সচিব, জেলাশাসক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদও অলঙ্কৃত করেছেন আনন্দ।
Continues below advertisement
CV Ananda Bose : বাংলার নতুন রাজ্যপাল বিজেপির সদস্য, লিখেছেন নানা ভাষায় ৪০ টি বই !
Continues below advertisement
1/10
পঞ্চায়েত ভোটের আগে শপথ নিলেন বাংলার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
2/10
উপস্থিত রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী , শাসদলের একাধিক সাংসদ।
3/10
রাজভভনে নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেল না মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে। সিভি আনন্দ বোসের শপথগ্রহণের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন শুভেন্দু অধিকারী
4/10
নতুন রাজ্যপালকে নীল-সাদা বাংলায় স্বাগত জানাতে মিষ্টি-উদ্যোগ। মুখ্যমন্ত্রীর তরফে নীল হাঁড়িতে সাদা রসগোল্লা পাঠানো হচ্ছে রাজভবনে। দু’টি হাঁড়িতে ৫০টি করে মোট ১০০টি রসগোল্লা।
5/10
প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তবে কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। রাজ্যপাল হিসেবে নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, 'কলকাতার সঙ্গে আমার আবেগের সম্পর্ক। ব্যাঙ্কের কর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল কলকাতায়।'
Continues below advertisement
6/10
ইংরেজি, মলয়ালি এবং হিন্দি ভাষায় উপন্যাস, ছোট গল্প, কবিতা এবং প্রবন্ধ মিলিয়ে ৪০টি বই লিখেছেন।
7/10
ভারত সরকারে সচিব, মুখ্য সচিব, জেলাশাসক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদও অলঙ্কৃত করেছেন আনন্দ।
8/10
সুদীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশ থেকে অংসখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন। ভারত সরকার তাঁকে ন্যাশনাল (স্পেশ্যাল) হ্যাবিট্যাট পুরস্কারে সম্মানিত করে।
9/10
জওহরলাল নেহরু ফেলোশিপের প্রাপক আনন্দ, লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মুসৌরিরও প্রথম সদস্য, যা কিনা ভবিষ্যতের সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণে দেশের মধ্যে শীর্ষে।
10/10
প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলেও, নিজের ব্যক্তিগত রাজনৈতিক আদর্শও রয়েছে আনন্দের। ভারতীয় জনতা পার্টির সদস্য তিনি।
Published at : 23 Nov 2022 03:19 PM (IST)