Cyclone Dana: ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, কী অবস্থা উপকূলবর্তী এলাকাগুলির?

Cyclone Pre effects:অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া দানা ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে। দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যে বিভিন্ন জায়গা জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'

1/9
ঘূর্ণিঝড় দানা-র জন্য ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। দিঘায় ক্রমশ উত্তাল হয়ে উঠছে সমুদ্র। প্রশাসনের তরফে সমুদ্র সৈকত থেকে সবকিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকালই পর্যটকদের ফিরিয়ে যেতে বলা হয়েছে।
2/9
হাওড়ার শালিমার স্টেশনে রেলওয়ের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দরকারে কন্ট্রোল রুমে ফোন করে জানানোর জন্য আবেদন করা হয়েছে যাত্রীদের কাছে।
3/9
শালিমারে ট্রেন যাতে ক্ষতিগ্রস্ত না তার জন্য ট্রেনের চাকার সঙ্গে রেললাইন বেঁধে রাখা হয়েছে শক্ত লোহার চেন দিয়ে।
4/9
পূর্ব মেদিনীপুরের জুনপুট মৎস্য বন্দর। ঘূর্ণিঝড় মোকাবিলায় সেখানে আগাম প্রস্তুতি নিয়েছেন মৎস্যজীবীরা। ঝড়ের দাপটে নৌকা যাতে ভেসে না যায়, তার জন্য বেঁধে রাখা হয়েছে। সমুদ্র পাড়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
5/9
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল হতে পারে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে। বন্দর এলাকা ধামারায় সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। মাঝেমধ্যেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে এখানেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘দানা’। ফলে সতর্ক প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলার সব রকম ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।
6/9
ওড়িশার জনপ্রিয় সমুদ্র সৈকত পুরীতেও সতর্ক রয়েছে প্রশাসন। পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। সৈকতে থাকা দোকানগুলিও সরিয়ে দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।
7/9
পুরীর সমুদ্র তীরবর্তী সমস্ত হোটেল থেকে পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। সমুদ্র তীরবর্তী রাস্তাঘাটও পুরো ফাঁকা রয়েছে। সমুদ্র পাড়ের দোকানগুলি সরিয়ে দেওয়া হয়েছে। টহল দিচ্ছে পুলিশ। দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তটভূমি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া।
8/9
দক্ষিণ ২৪ পরগনার নামখানায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বাড়ি ও দোকানঘর। রাস্তার রেলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার বাড়িঘর। সতর্ক রয়েছে প্রশাসনও।
9/9
কাকদ্বীপে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আকাশে কালো মেঘের ঘনঘটা। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে নৌকা। যেকোনও রকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসনও।
Sponsored Links by Taboola