Cyclone Update For Digha: পর্যটক শূন্য দিঘা ? এই মুহূর্তে কী পরিস্থিতি ? দেখুন টপ ভিউ
দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'।আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’ পূর্ব মেদিনীপুরে ১০০ থেকে ১২০ কিমি/ঘণ্টা ঝড়ের আশঙ্কা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেছেন, আমরা বারোটার পর থেকে সমুদ্রমুখী সকল রাস্তা ঘিরে দেব। যাতে কেউ না আসতে পারে।
তিনি আরও বলেন, আমরা আজকের মধ্যেই চূড়ান্ত প্রস্তুত নিচ্ছি। ৬০০ এর মতো স্কুল আমরা চিহ্নিত করেছি। সাইক্লোন সেন্টারগুলি যেগুলি রয়েছে, সেখানে আমরা ২ লক্ষের বেশি লোককে তুলব।
আমাদের অফিসাররা সবদিকগুলি খতিয়ে দেখছেন।নৌকা, ট্রলারগুলি নিরাপদ জায়গায় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যাতে কেউ দুর্ঘটনার কবলে না পড়ে, বলেন পূর্ণেন্দু মাজি।
দেখুন দিঘা সকলেরই ভাল লাগে।এটা আমাদেরও ভাল লাগে। কিন্তু এই সময় যেহেতু এখটা দুর্যোগ আসছে,আমরা চাই না কোনও দুর্ঘটনা ঘটে যাক, বলেই দাবি পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের।
গতকালই প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল খালি করার সময়ও বেধে দেওয়া হয়েছিল। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।
ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’র দূরত্ব ৪৯০ কিমি । বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘দানা’
পুরীতে মাঝেই মাঝেই মেঘ-রোদ্দুরের খেলা চলছে। কখনও মেঘ , কখনও রোদ। এর সঙ্গেই সমুদ্রের ঢেউ এর তেজ ক্রমশ বাড়ছে।
ইতিমধ্যেই আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত এনডিআরএফ। বিপর্যয় মোকাবিলা টিমও উপস্থিত রয়েছে।
এখনও পর্যটকদের দেখতে পাওয়া যাচ্ছে বলেই খবর। তবে তাঁরা সরকারের নির্দেশিকা মেনেই, সফর সূচি বদলে নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -