Hamoon Update : এগোচ্ছে হামুন, ঝোড়ো হাওয়া বইবে উপকূলে, দিঘা-মন্দারমণিতে বিনোদন অ্যাক্টিভিটি বন্ধ রাখতে নির্দেশ
Cyclone Hamoon Update : সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম থেকে শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিনত বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়।
এগোচ্ছে হামুন
1/8
দিঘার আরও কাছে ঘূর্ণিঝড় হামুন। এই মুহূর্তে দিঘা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
2/8
সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম থেকে শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিনত বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। তবে দিক পরিবর্তন করে বাংলাদেশের অভিমুখে। পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। জানালেন আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ কুমার দাস।
3/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শক্তি বাড়লেও দূরে সরছে ঘূর্ণিঝড়। তাই প্রভাব কমবে বাংলায়। ★ আজ ও কাল মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
4/8
সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে আজ ও কাল , জানিয়েছে আবহাওয়া দফতর। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।
5/8
বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দীঘা, মন্দারমনি, বকখালি সহ পর্যটন কেন্দ্রে। ঝোড়ো হাওয়া থাকায় পর্যটকদের জন্য বিনোদন কার্যকলাপ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
6/8
উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7/8
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃহষ্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
8/8
বাকি কয়েকটি জেলায় কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে।
Published at : 24 Oct 2023 03:18 PM (IST)