Hamoon Update : এগোচ্ছে হামুন, ঝোড়ো হাওয়া বইবে উপকূলে, দিঘা-মন্দারমণিতে বিনোদন অ্যাক্টিভিটি বন্ধ রাখতে নির্দেশ
দিঘার আরও কাছে ঘূর্ণিঝড় হামুন। এই মুহূর্তে দিঘা থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিভিয়ার সাইক্লোনিক স্ট্রম থেকে শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিনত বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। তবে দিক পরিবর্তন করে বাংলাদেশের অভিমুখে। পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। জানালেন আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশ কুমার দাস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শক্তি বাড়লেও দূরে সরছে ঘূর্ণিঝড়। তাই প্রভাব কমবে বাংলায়। ★ আজ ও কাল মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে আজ ও কাল , জানিয়েছে আবহাওয়া দফতর। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।
বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দীঘা, মন্দারমনি, বকখালি সহ পর্যটন কেন্দ্রে। ঝোড়ো হাওয়া থাকায় পর্যটকদের জন্য বিনোদন কার্যকলাপ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃহষ্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
বাকি কয়েকটি জেলায় কোথাও কোথাও দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -