Cyclone Remal Update : বর্ষা আসার আগেই লন্ডভন্ড করে দেবে ঘূর্ণিঝড়? আশঙ্কার নাম রেমাল

Cyclone Remal Update : এবারও কি কোনও বড় ঝড় দেখতে চলেছে বাংলা ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ?

আসছে সাইক্লোন রেমাল? ( প্রতীকী ছবি )

1/8
গরম কালে কখনও আয়লা, কখনও আমফান, কখনও যশের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সঙ্কেত পাওয়া যাচ্ছে বলে খবর, বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ।
2/8
শোনা যাচ্ছে, এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়ের নাম রেমাল। শক্তিশালী সাইক্লোন Remal মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে।
3/8
মে মাসের শেষাশেষি , মোটামুটি ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এমনটাই প্রকাশ বহু সংবাদমাধ্যমে প্রকাশ।
4/8
ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলেই দেখা যাবে, ফি বছর এই রকম সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা! ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা।
5/8
২০১৯-এর ৩ এবং ৪ মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফনীর ছোবল!
6/8
মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ।
7/8
আবহাওয়া দফতর যদিও এখনও বলেনি, কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে রেমাল। তবে মনে করা হচ্ছে, আগামী ২০ মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে।
8/8
এবারও কি কোনও বড় ঝড় দেখতে চলেছে বাংলা ? তা জানা যাবে মে মাসের শেষের দিকেই।
Sponsored Links by Taboola