Cyclone Remal Update : বর্ষা আসার আগেই লন্ডভন্ড করে দেবে ঘূর্ণিঝড়? আশঙ্কার নাম রেমাল
গরম কালে কখনও আয়লা, কখনও আমফান, কখনও যশের তাণ্ডব দেখেছে বাংলা। এবার আবারও এক ঘূর্ণিঝড়ের সঙ্কেত পাওয়া যাচ্ছে বলে খবর, বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যাচ্ছে, এমন ঝড় আসতে চলেছে যা আগের ঘূর্ণিঝড়গুলির থেকেও বেশি শক্তিশালী হতে পারে। এই ঝড়ের নাম রেমাল। শক্তিশালী সাইক্লোন Remal মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে।
মে মাসের শেষাশেষি , মোটামুটি ২৪ মে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঝড়। এমনটাই প্রকাশ বহু সংবাদমাধ্যমে প্রকাশ।
ক্যালেন্ডারের পাতা উল্টে দেখলেই দেখা যাবে, ফি বছর এই রকম সময়ে ঘূর্ণিঝড়ের প্রবণতা! ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে ছোবল মেরেছিল আয়লা।
২০১৯-এর ৩ এবং ৪ মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল ফনীর ছোবল!
মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এর অন্যতম বড় কারণ।
আবহাওয়া দফতর যদিও এখনও বলেনি, কোন পথে কত গতিবেগ নিয়ে এগোবে রেমাল। তবে মনে করা হচ্ছে, আগামী ২০ মে থেকে এই ঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে।
এবারও কি কোনও বড় ঝড় দেখতে চলেছে বাংলা ? তা জানা যাবে মে মাসের শেষের দিকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -