Cyclone Remal Update : রেমাল এখন কি পরিস্থিতিতে ? কেন এমন নামকরণ? মানেই বা কী?
Cyclone Remal Update : আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গত ২৪ ঘন্টা একই জায়গায় অবস্থান করেছে, আগামী দু-তিন দিনের মধ্যে এর অগ্রগতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রেমাল এখন কি পরিস্থিতিতে ?
1/8
সাইক্লোন রিমালের বা রেমালের আগমন নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা তৈরি হয়েছে। কবে তৈরি হবে ঝড়, আদৌ ঘূর্ণিঝড় তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি ? উত্তর দিল আবহাওয়া দফতর।
2/8
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের সেটি অবস্থান করছে। ২২ মে নাগাদ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে।
3/8
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গত ২৪ ঘন্টা একই জায়গায় অবস্থান করেছে। নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে নির্ধারিত সময়ের তিন দিন আগেই গতকাল ঢুকে পড়েছে। আজও ওই এলাকাতেই অবস্থান করছে আগামী দু-তিন দিনের মধ্যে এর অগ্রগতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
4/8
বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
5/8
২৩ শে মে বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। ২৪ মে শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে।
6/8
সামনের সাতদিন বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সপ্তাহ শেষে বৃষ্টি আরো বাড়বে। বৃহস্পতিবার মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে।
7/8
যদি রিমাল বা রেমাল তৈরি হয়, তাহলে সপ্তাহান্তে তা এগোতে পারে। জানা গিয়েছে এ নামটি ওমানের দেওয়া। এটি একটি আরবি শব্দ। এই নামের অর্থ বালির কণা।
8/8
এই ঘূর্ণিঝড় তৈরি হলে, তার প্রভাবে ২৪ মে রাত থেকে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে ২৬, ২৭ তারিখ পর্যন্ত
Published at : 21 May 2024 03:59 PM (IST)