Cyclone Remal Update : রেমাল এখন কি পরিস্থিতিতে ? কেন এমন নামকরণ? মানেই বা কী?
সাইক্লোন রিমালের বা রেমালের আগমন নিয়ে ইতিমধ্যেই উৎকণ্ঠা তৈরি হয়েছে। কবে তৈরি হবে ঝড়, আদৌ ঘূর্ণিঝড় তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি ? উত্তর দিল আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবহাওয়া দফতরের পূর্বাভাস, ইতিমধ্যে বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের সেটি অবস্থান করছে। ২২ মে নাগাদ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু গত ২৪ ঘন্টা একই জায়গায় অবস্থান করেছে। নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে নির্ধারিত সময়ের তিন দিন আগেই গতকাল ঢুকে পড়েছে। আজও ওই এলাকাতেই অবস্থান করছে আগামী দু-তিন দিনের মধ্যে এর অগ্রগতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।
২৩ শে মে বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। ২৪ মে শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে।
সামনের সাতদিন বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সপ্তাহ শেষে বৃষ্টি আরো বাড়বে। বৃহস্পতিবার মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে।
যদি রিমাল বা রেমাল তৈরি হয়, তাহলে সপ্তাহান্তে তা এগোতে পারে। জানা গিয়েছে এ নামটি ওমানের দেওয়া। এটি একটি আরবি শব্দ। এই নামের অর্থ বালির কণা।
এই ঘূর্ণিঝড় তৈরি হলে, তার প্রভাবে ২৪ মে রাত থেকে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে ২৬, ২৭ তারিখ পর্যন্ত
- - - - - - - - - Advertisement - - - - - - - - -