Weather Update: বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

Cyclone Forecast: দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

ফাইল ছবি

1/10
ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তার জেরে বাড়বে তাপমাত্রা। আজ ফের কলকাতায় কুড়ি ডিগ্রির ওপরে উঠল পারদ। আপাতত রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের তাপমাত্রা।
2/10
সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাতে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে।
3/10
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে শুকনো আবহাওয়া থাকবে আরও ৪-৫ দিন।
4/10
দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
5/10
প্রাথমিকভাবে তার অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এরপর শক্তি বাড়িয়ে তা গতিপথ পরিবর্তন করতে পারে।
6/10
অতি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শুক্রবার। এবার তার নাম হবে ‘মিগজাউম’।
7/10
ঘূর্ণিঝড়ে পরিণত হলেও কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে তা এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।
8/10
তবে মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ উপকূলে বিজয়ওয়াড়া অথবা ওড়িশা উপকূলের ভুবনেশ্বরের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল করতে পারে।
9/10
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
10/10
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরেও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Sponsored Links by Taboola