Weather Update: বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তার জেরে বাড়বে তাপমাত্রা। আজ ফের কলকাতায় কুড়ি ডিগ্রির ওপরে উঠল পারদ। আপাতত রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের তাপমাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাতে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে শুকনো আবহাওয়া থাকবে আরও ৪-৫ দিন।
দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
প্রাথমিকভাবে তার অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এরপর শক্তি বাড়িয়ে তা গতিপথ পরিবর্তন করতে পারে।
অতি গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শুক্রবার। এবার তার নাম হবে ‘মিগজাউম’।
ঘূর্ণিঝড়ে পরিণত হলেও কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে তা এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।
তবে মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ উপকূলে বিজয়ওয়াড়া অথবা ওড়িশা উপকূলের ভুবনেশ্বরের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল করতে পারে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরেও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -