DA Agitation: ডার্ক চকোলেট ও ফলের রস খেয়ে অনশনে সামিল DA-আন্দোলনকারীরা
শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করল সংগ্রামী যৌথ মঞ্চ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশনে সামিল হলেন DA-আন্দোলনকারীরা।
এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিচিত্র গণ অনশন। DA-মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর মুখ। সেখানে লেখা, অনুপ্রেরণার অনশন।
এদিন পুলিশের তরফে DA-আন্দোলনকারীদের কাছে মাইক বন্ধ রাখার আবেদন জানানো হয়।
আদালত মাইক বন্ধের নির্দেশ দেয়নি বলে পুলিশকে সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করে গতকাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন DA-আন্দোলনকারীরা
অভিষেকের সভা অ , আবেদন জানিয়েছিলেন মামলাকারীর দল।
তবে শেষ অবধি শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছে আদালতের ।
সিসিটিভি দিয়ে সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
তবে, বিচারপতি সতর্ক করে দিয়ে বলেন, 'আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফ থেকে অশান্তির কোনও উস্কানি দেওয়া হবে না। যদি এরকম হয় তার ফল ভাল হবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -