DA Agitation: ডার্ক চকোলেট ও ফলের রস খেয়ে অনশনে সামিল DA-আন্দোলনকারীরা

DA Dharna Mancha শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করল সংগ্রামী যৌথ মঞ্চ।

ডার্ক চকোলেট ও ফলের রস খেয়ে অনশনে সামিল DA-আন্দোলনকারীরা

1/10
শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করল সংগ্রামী যৌথ মঞ্চ।
2/10
ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে অনশনে সামিল হলেন DA-আন্দোলনকারীরা।
3/10
এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিচিত্র গণ অনশন। DA-মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর মুখ। সেখানে লেখা, অনুপ্রেরণার অনশন।
4/10
এদিন পুলিশের তরফে DA-আন্দোলনকারীদের কাছে মাইক বন্ধ রাখার আবেদন জানানো হয়।
5/10
আদালত মাইক বন্ধের নির্দেশ দেয়নি বলে পুলিশকে সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা। 
6/10
উল্লেখ্য, শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করে গতকাল আদালতের দ্বারস্থ হয়েছিলেন DA-আন্দোলনকারীরা
7/10
অভিষেকের সভা অ , আবেদন জানিয়েছিলেন মামলাকারীর দল।
8/10
তবে শেষ অবধি শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র দিয়েছে আদালতের ।
9/10
সিসিটিভি দিয়ে সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
10/10
তবে, বিচারপতি সতর্ক করে দিয়ে বলেন, 'আদালত প্রত্যাশা করে তৃণমূল ছাত্র-যুবর তরফ থেকে অশান্তির কোনও উস্কানি দেওয়া হবে না। যদি এরকম হয় তার ফল ভাল হবে না।
Sponsored Links by Taboola