DA Agitation: ডিএ-র দাবিতে ধিক্কার দিবস পালনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

DA Agitation in Kolkata: ডিএ-র দাবিতে আজ ধিক্কার দিবস পালনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। বকেয়া DA-র দাবিতে আজ সব রাজ্য সরকারি অফিস ও স্কুলে কালো ব্যাজ পরে ধিক্কার দিবস পালন করবেন আন্দোলনকারীরা।

ডিএ-র দাবিতে আজ ধিক্কার দিবস পালনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

1/10
ডিএ-র দাবিতে আজ ধিক্কার দিবস পালনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।
2/10
বকেয়া DA-র দাবিতে আজ সব রাজ্য সরকারি অফিস ও স্কুলে কালো ব্যাজ পরে ধিক্কার দিবস পালন করবেন আন্দোলনকারীরা
3/10
পালনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। দুপুর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
4/10
রাজ্য সরকারের সমস্ত দফতরে কালো ব্যাজ পরে মিছিল করবেন DA-আন্দোলনকারীরা।
5/10
অন্যদিকে, শহিদ মিনার চত্বরে DA-আন্দোলন আজ ৬১ দিনে পড়ল।
6/10
আগামীকাল এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। এদিকে এই সভা ঘিরেই জোর জল্পনা চলছিল।
7/10
তবে এবার এই ইস্যুতে শহিদ মিনারে অভিষেকের সভায় শর্তসাপেক্ষে ছাড়পত্র আদালতের।
8/10
ছাড়পত্র দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সিসিটিভি দিয়ে সব গুরুত্বপূর্ণ জায়গা মুড়ে ফেলতে হবে, নির্দেশ আদালতের।
9/10
রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্নামঞ্চে DA-আন্দোলনকারীরাও কাল অভিনব অনশন কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন।
10/10
এদিকে, ১০ অফিসারের বদলি-বিতর্কের মধ্যেই কেটেছে একদিনের বেতন। ডিএ-র দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored Links by Taboola