DA Protest Day 2: DA ধর্নার আজ দ্বিতীয় দিন, নবান্ন বাসস্ট্যান্ডে অনড় আন্দোলনকারীরা

নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার আজ দ্বিতীয় দিন। ধর্নায় অনড় ডিএ আন্দোলনকারীর দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হাইকোর্টের নির্দেশে বিকেল ৪টে পর্যন্ত চলবে ধর্না।

রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ-বঞ্চনার অভিযোগে উঠছে স্লোগান।
বৃহস্পতিবার আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী।
এর ফলে কেন্দ্র-রাজ্য় DA-র ফারাক দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। প্রতিবাদে নবান্ন বাসস্ট্যান্ডে গতকাল থেকে ধর্নায় বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
মূলত গতকল ভোর থেকেই আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান কর্মসূচিতে নেমে নানা বাধার সম্মুখীন হন বলে অভিযোগ।
ধৈয্যের বাধ ভাঙে যখন, তাঁরা দেখতে পান, আশেপাশের সকল খাবারের দোকান বন্ধ।এবং নিকর্টবর্তী শৌচাগারগুলিও ব্যবহার করতে যাতে না পারা যায়, সেজন্য শৌচাগারগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে।
যদিও বেলা গড়াতেই গোটা পরিস্থিতি বদল হয়। কারণ ততক্ষণে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেয়ে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, নবান্ন বাসস্ট্য়ান্ডে DA আন্দোলনকারীরা অবস্থান করতে পারবেন। কিন্তু, ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না।
DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্য় সরকারি কর্মচারী সংগঠনগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -