Dakshineswar Kali Temple: কল্পতরু উৎসব ভক্ত সমাগম, পুণ্যার্থীদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে
Happy New Year 2024: বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা।
ফাইল ছবি
1/9
নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসব। সেই উপলক্ষ্যে ভক্ত সমাগম দক্ষিণেশ্বর মন্দিরে।
2/9
দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে।
3/9
বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।
4/9
কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়।
5/9
মঙ্গলারতি বা দীপারতি দিয়ে দিনের সূচনা হয়েছে। এর পর রীতি মেনে মায়ের পুজো হয়।
6/9
বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা।
7/9
মন্দিরের ভেতর তো বটেই বাইরেও বিপুল ভক্ত সমাগম দেখা যায় এদিন সকাল থেকেই।
8/9
মা ভবতারিণীকে একবার দর্শন করতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা। বালি ব্রিজ পর্যন্ত পৌঁছে গিয়েছে লাইন।
9/9
কল্পতরু উৎসব উপলক্ষে মায়ের মূর্তিকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। কাঁসর, ঘণ্টা, মন্ত্রপাঠে গম গম করছে মন্দির চত্বর।
Published at : 01 Jan 2024 03:12 PM (IST)