Dakshineswar Kali Temple: কল্পতরু উৎসব ভক্ত সমাগম, পুণ্যার্থীদের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে
নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসব। সেই উপলক্ষ্যে ভক্ত সমাগম দক্ষিণেশ্বর মন্দিরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে।
বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।
কাশীপুর উদ্যানবাটির মতো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়।
মঙ্গলারতি বা দীপারতি দিয়ে দিনের সূচনা হয়েছে। এর পর রীতি মেনে মায়ের পুজো হয়।
বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা।
মন্দিরের ভেতর তো বটেই বাইরেও বিপুল ভক্ত সমাগম দেখা যায় এদিন সকাল থেকেই।
মা ভবতারিণীকে একবার দর্শন করতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা। বালি ব্রিজ পর্যন্ত পৌঁছে গিয়েছে লাইন।
কল্পতরু উৎসব উপলক্ষে মায়ের মূর্তিকে সাজানো হয়েছে বিশেষ ভাবে। কাঁসর, ঘণ্টা, মন্ত্রপাঠে গম গম করছে মন্দির চত্বর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -