Cyclone Dana: বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রুকুটি ! আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া ?

Weather Alert Dana Cyclone Update: আজ ও আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রুকুটি ! আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া ?

1/10
কালীপুজোর আগে বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রুকুটি। তাই প্রতি মুহূর্তেই কড়া নজরের মধ্য বিষয়টি রেখেছে আবহাওয়া দফতর।
2/10
আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে।
3/10
মূলত ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবার অবধি রয়েছে হলুদ, কমলা ও লাল সতর্কতা। মঙ্গল ও বুধবার সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
4/10
জোড়া নিম্নচাপের প্রভাব। আগামী সপ্তাহে বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন। 
5/10
বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধ-বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6/10
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7/10
উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে।
8/10
বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে।
9/10
সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে।ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ''দানা''। ঘূর্ণিঝড়ের এই নাম দিয়েছে কাতার।
10/10
আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকালও কলকাতায় ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Sponsored Links by Taboola