Darjeeling Kanchenjunga View : বড়দিনে চোখ জুড়ানো সোনালি আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘা, দেখুন ছবি
বড়দিনের সকালে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। চোখ জুড়োলো পর্যটকদের। শৈলশহর আসা যেন সার্থক হল পর্যটকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদার্জিলিংয়ে রাজভবনের সামনের এই রাস্তাটা সারা বছরই আড্ডার আস্তানা। তার সঙ্গে যদি জুড়ে যায় কাঞ্চনজঙ্ঘা, তাহলে তো ষোলকলা পূর্ণ।
কেউ কাঞ্চনজঙ্ঘা দেখলেন দু-চোখ ভরে। কেউ আবার ক্যামেরায় ধরে রাখলেন সোনার আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘার ছবি। ডিসেম্বরের শীত গায়ে মেখে এমন অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য খুব কমদিনই মেলে।
নভেম্বর থেকে মার্চ - পাহাড়ে ঘুরতে যাওয়ার সেরা সময় বলে মনে করা হয়। আর শীতের ছুটিতে এক ছুটে ঘুরে আসার জন্য দার্জিলিংয়ের থেকে ভাল ডেস্টিনেশন আর কীই বা হতে পারে ?
বৃহস্পতিবার নাগাদ সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দার্জিলিংয়ে যদিও আজ কুয়াশার দাপট কম, তাই চোখ মেলেই দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার।
দার্জিলিং ও কাছাকাছির সবকটি ট্যুরিস্ট স্পটই এখন পর্যটকে ঠাসা। পাহাড়ে প্রকৃতির কোলে নির্ঝঞ্ঝাটে কাটাতে চান প্রত্যেকেই। আর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পর্যচকদের সেই বাসনা পূর্ণ হবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দার্জিলিংয়ে বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 52% বাতাস: 5 কিমি/ঘন্টা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -