Darjeeling Kanchenjunga View : বড়দিনে চোখ জুড়ানো সোনালি আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘা, দেখুন ছবি
Kanchenjunga View : কেউ কাঞ্চনজঙ্ঘা দেখলেন দু-চোখ ভরে। কেউ আবার ক্যামেরায় ধরে রাখলেন সোনার আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘার ছবি।
সোনালি আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘা, দেখুন ছবি
1/9
বড়দিনের সকালে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। চোখ জুড়োলো পর্যটকদের। শৈলশহর আসা যেন সার্থক হল পর্যটকদের।
2/9
দার্জিলিংয়ে রাজভবনের সামনের এই রাস্তাটা সারা বছরই আড্ডার আস্তানা। তার সঙ্গে যদি জুড়ে যায় কাঞ্চনজঙ্ঘা, তাহলে তো ষোলকলা পূর্ণ।
3/9
কেউ কাঞ্চনজঙ্ঘা দেখলেন দু-চোখ ভরে। কেউ আবার ক্যামেরায় ধরে রাখলেন সোনার আলোয় রুপোলি কাঞ্চনজঙ্ঘার ছবি। ডিসেম্বরের শীত গায়ে মেখে এমন অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য খুব কমদিনই মেলে।
4/9
নভেম্বর থেকে মার্চ - পাহাড়ে ঘুরতে যাওয়ার সেরা সময় বলে মনে করা হয়। আর শীতের ছুটিতে এক ছুটে ঘুরে আসার জন্য দার্জিলিংয়ের থেকে ভাল ডেস্টিনেশন আর কীই বা হতে পারে ?
5/9
বৃহস্পতিবার নাগাদ সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।
6/9
উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
7/9
হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দার্জিলিংয়ে যদিও আজ কুয়াশার দাপট কম, তাই চোখ মেলেই দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার।
8/9
দার্জিলিং ও কাছাকাছির সবকটি ট্যুরিস্ট স্পটই এখন পর্যটকে ঠাসা। পাহাড়ে প্রকৃতির কোলে নির্ঝঞ্ঝাটে কাটাতে চান প্রত্যেকেই। আর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পর্যচকদের সেই বাসনা পূর্ণ হবে।
9/9
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দার্জিলিংয়ে বৃষ্টিপাত: 0% আর্দ্রতা: 52% বাতাস: 5 কিমি/ঘন্টা।
Published at : 25 Dec 2023 10:59 AM (IST)