Darjeeling: অঝোর বর্ষণে পাহাড়ে ধস, আটকে বহু গাড়ি, ৫ ঘণ্টা পর ছন্দে ফেরা
কালিম্পঙের কালীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। যানজট যাতে না হয় সেই কারণে বিকল্প রাস্তার মাধ্যমে যানবাহনগুলিকে বাইপাস করানোর চেষ্টা করা হয়।
Darjeeling: অঝোর বর্ষণে পাহাড়ে ধস, আটকে বহু গাড়ি, ৫ ঘণ্টা পর ছন্দে ফেরা
1/9
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে দার্জিলিং পার্বত্য এলাকায়। সম্প্রতি হড়পা বান নামে দার্জিলিংয়ের ধুলিয়া গ্রামেও।
2/9
কালিম্পঙের কালীঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। যানজট যাতে না হয় সেই কারণে বিকল্প রাস্তার মাধ্যমে যানবাহনগুলিকে বাইপাস করানোর চেষ্টা করা হয়। ধসের কারণে সকাল থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক।
3/9
যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়। বহু গাড়ি আটকে পড়ে । ঘটনার ৫ ঘণ্টা পর রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়েছে বলেই খবর ।
4/9
এই ধসের পর শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং কালিম্পঙের সড়ক যোগাযোগ ব্যাহত হয়। কার্শিয়াং-জোরবাংলো লোপচো এবং অন্যান্য রুটে যান চলাচল করানো হয়।
5/9
শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং কালিম্পংযাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। একদিকে যেমন শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার গাড়িগুলি আটকে যায়। আটকে পড়ে ফিরতি গাড়িও।
6/9
এই সময় পর্যটকের ভিড় কম হলেও এলাকার মানুষকে নিত্য প্রয়োজনে এই রাস্তা ব্যবহার করতেই হয়। তবে কিছু পর্যটকও রয়েছেন। পাহাড়ে বর্ষার শোভাই আলাদা।
7/9
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8/9
আগামী কয়েকদিন, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত।
9/9
তবে সব দুর্যোগ কাটিয়ে পাহাড় হাতছানি দিচ্ছেই পর্যটকদের। তাই ভরা বর্ষাতেও শিলিগুড়ি থেকে কালিম্পং ও গ্যাংটক যাওয়ার রাস্তা আটকে পড়ায় বেশ সমস্যায় পড়েন পর্যটকরা।
Published at : 02 Aug 2022 04:15 PM (IST)