Darjeeling : কনকনে ঠান্ডায় জুবুথুবু দার্জিলিং, আজ তুষারপাতের সম্ভাবনা
কনকনে ঠান্ডায় জুবুথুবু দার্জিলিং, আজ তুষারপাতের সম্ভাবনা
1/10
হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু দার্জিলিং। এক হাত দূরের মানুষকেও যাচ্ছে না দেখা। আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা। (ফাইল ছবি)
2/10
হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতও। গত কয়েকদিন ধরেই কুয়াশায় মুখ ঢেকেছে পাহাড়। (ফাইল ছবি)
3/10
https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে আজ দিনভর বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা । (ফাইল ছবি)
4/10
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা হালকা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় (ফাইল ছবি)
5/10
গুটিকয়েক পর্যটককে এই সপ্তাহে দেখা গেল দার্জিলিং-কালিম্পং ও পাহাড়ের নানা পর্যটন কেন্দ্রে। (ফাইল ছবি)
6/10
কাল থেকে নামবে পারদ বইবে উত্তুরে হাওয়া। তিন দিনে তাপমাত্রা নামতে পারে আরও। জানালেন, আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
7/10
গত কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা শৈল শহরে। তুষারপাতের মতোই পরিস্থিতি। (ফাইল ছবি)
8/10
আজ দার্জিলিঙের তাপমাত্রা নামল ১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ৭ ডিগ্রি। https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে (ফাইল ছবি)
9/10
শীতের মরশুমে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় মন খারাপ পর্যটকদের। ব্যবসায় ফের মন্দার আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা। (ফাইল ছবি)
10/10
গত ডিসেম্বরে বরফের চাদরে ঢাকে টাইগার হিল থেকে ঘুম স্টেশন। (ফাইল ছবি)
Published at : 26 Jan 2022 03:15 PM (IST)