Darjeeling Snow Fall : বড়দিনে সান্তার উপহার, মরসুমের প্রথম তুষারপাত সান্দাকফু ও টাইগার হিলে
নৈসর্গিক শুভ্রতায় ঢাকা পড়ল সান্দাকফু। পথ, ঘাট, বাড়ি, সবকিছুই সাদা বরফের চাদরে ঢাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার মরসুমের প্রথম বরফের স্পর্শ পেল সান্দাকফু।
সাদা পরফিসা চাদরে ঢাকল সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক।
সন্দাকফুর পাশাপাশি, এ দিন সকালে টাইগার হিলে তুষারপাতের সাক্ষী হন পর্যটকরা।
পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে চটকপুরেও।
একদিকে যখন কনকনে ঠান্ডা পাহাড়, তখন পারদ ঊর্ধ্বমুখী কলকাতায়।
সামান্য বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার পৌঁছয় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিক।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গে তুষারপাত হলেও, দক্ষিণবঙ্গে বছর শেষে শীতের আমেজ থাকবে, হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই।
ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। (ছবি ও তথ্য-মোহন প্রসাদ, দার্জিলিং)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -