Darjeeling Snow Fall : বড়দিনে সান্তার উপহার, মরসুমের প্রথম তুষারপাত সান্দাকফু ও টাইগার হিলে

Darjeeling Snow Fall, দার্জিলিংয়ে তুষারপাত

1/10
নৈসর্গিক শুভ্রতায় ঢাকা পড়ল সান্দাকফু। পথ, ঘাট, বাড়ি, সবকিছুই সাদা বরফের চাদরে ঢাকা।
2/10
শনিবার মরসুমের প্রথম বরফের স্পর্শ পেল সান্দাকফু।
3/10
সাদা পরফিসা চাদরে ঢাকল সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক।
4/10
সন্দাকফুর পাশাপাশি, এ দিন সকালে টাইগার হিলে তুষারপাতের সাক্ষী হন পর্যটকরা।
5/10
পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে চটকপুরেও।
6/10
একদিকে যখন কনকনে ঠান্ডা পাহাড়, তখন পারদ ঊর্ধ্বমুখী কলকাতায়।
7/10
সামান্য বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবার পৌঁছয় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিক।
8/10
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।
9/10
উত্তরবঙ্গে তুষারপাত হলেও, দক্ষিণবঙ্গে বছর শেষে শীতের আমেজ থাকবে, হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই।
10/10
ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। (ছবি ও তথ্য-মোহন প্রসাদ, দার্জিলিং)
Sponsored Links by Taboola