Darjeeling Tourism : এবার দার্জিলিংয়ে টয় ট্রেনে দারুণ চমক, দেখুন
মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। হ্যাঁ দার্জিলিং। পাহাড়ের রানি এবার আরও আকর্ষণ নিয়ে ডাকছে পর্যটকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাচে মোড়া শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। মাথার ওপর স্বচ্ছ ছাউনি, ডাইনে বাঁয়ে পাহাড়ি গাছেদের হারিয়ে যাওয়া।
পর্যটনের মরশুমে এবার এনজিপি থেকে দার্জিলিং রুটের সব ট্রয় ট্রেনেই ভিস্তাডোম কোচ চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
আরও সুখবর আছে শৈলশহর প্রেমীদের জন্য । পাশাপাশি, জয় রাইডে দার্জিলিং থেকে ঘুম স্টেশন ও ঘুম থেকে দার্জিলিং ২টি অতিরিক্ত টয় ট্রেন চালু করা হয়েছে।
গরমের মরশুমে এপ্রিল, মে ও জুন পর্যন্ত মিলবে এই ২টি ট্রেনের পরিষেবা। পর্যটকরাও দারুণ খুশি এই পরিষেবা পেয়ে।
শৈলশহরে জমছে ভিড়। এদিকে কমছে ঠান্ডাও। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে । মনোরম এই আবহাওয়ায় ভিড় জমছেও বেশ।
সামনেই গরমের ছুটি। আর এই সময়টাই পাহাড়ে পর্যটক সমাগমের সময় । তাই তার আগেই এই উদ্যেগ। হিমালয়ান রেলওয়ের।
কোভিড-মেঘ কাটিয়ে পর্যটন ব্যবসাও আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে। সম্প্রতি শৈলশহরে ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন ব্যবসায় তিনি বিশেষ উৎসাহ দিয়েছেন।
সবমিলিয়ে গরমের ছুটিতে পাহাড়প্রেমীদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে হাজির দার্জিলিং। প্রতিবেদন - মোহন প্রসাদ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -