Darjeeling: মানতে হবে কোভিড-বিধি, অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড

WhatsApp_Image

1/10
কয়েকমাস বন্ধ থাকার পর অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড।
2/10
দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে পর্যটকদের জন্য সারাদিনে চলবে মোট ৬টি ট্রেন। তবে মানতে হচ্ছে কোভিড বিধি।
3/10
মাঝে কয়েক মাসের বিরতি। আবার শোনা যাচ্ছে সেই ম্যাজিক হুইসল্। পাহাড়ের বুক চিড়ে ছুটে চলেছে টয়ট্রেন।
4/10
পর্যটকদের জন্য সোমবার থেকে পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
5/10
রেলের তরফে জানানো হয়েছে, ঘুম থেকে দার্জিলিং, আবার দার্জিলিং থেকে ঘুম - সারা দিনে মোট ৬টি টয়ট্রেন চলবে।
6/10
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, ডিজেল জয়রাইডে যাত্রীপিছু ভাড়া ১০০০ টাকা।
7/10
স্টিম জয়রাইডে প্রতিজনের টিকিট দেড় হাজার টাকা।
8/10
ভিস্তা ডোম ফার্স্ট ক্লাসে যাত্রীপিছু ভাড়া ১৬০০ টাকা।
9/10
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই, পাহাড়ে থমকে গিয়েছিল টয়ট্রেনের চাকা।
10/10
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলছে টয়ট্রেন। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
Sponsored Links by Taboola