Darjeeling: মানতে হবে কোভিড-বিধি, অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড
কয়েকমাস বন্ধ থাকার পর অবশেষে চালু হল টয়ট্রেনের জয় রাইড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে পর্যটকদের জন্য সারাদিনে চলবে মোট ৬টি ট্রেন। তবে মানতে হচ্ছে কোভিড বিধি।
মাঝে কয়েক মাসের বিরতি। আবার শোনা যাচ্ছে সেই ম্যাজিক হুইসল্। পাহাড়ের বুক চিড়ে ছুটে চলেছে টয়ট্রেন।
পর্যটকদের জন্য সোমবার থেকে পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
রেলের তরফে জানানো হয়েছে, ঘুম থেকে দার্জিলিং, আবার দার্জিলিং থেকে ঘুম - সারা দিনে মোট ৬টি টয়ট্রেন চলবে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, ডিজেল জয়রাইডে যাত্রীপিছু ভাড়া ১০০০ টাকা।
স্টিম জয়রাইডে প্রতিজনের টিকিট দেড় হাজার টাকা।
ভিস্তা ডোম ফার্স্ট ক্লাসে যাত্রীপিছু ভাড়া ১৬০০ টাকা।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই, পাহাড়ে থমকে গিয়েছিল টয়ট্রেনের চাকা।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলছে টয়ট্রেন। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -