Darjeeling Snowfall : তুষারে ঢাকল শৈলশহর, সরস্বতী পুজোর সকালে শুভ্রবসনে দার্জিলিং
সরস্বতী পুজোর দিন বাড়তি প্রাপ্তি। সকাল সকাল তুষারপাত হল পাহাড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদার্জিলিং শহর, ঘুম, দাওয়াইপানি, টাইগার হিলে হল তুষারপাত।
শৈলশহরের ক্যাফেটেরিয়া যেন একটা ক্যালেন্ডারের পাতা। তুষারপাতের সঙ্গে সঙ্গে বইল ঝোড়ো হাওয়া।
হু হু করে বইছে ঠান্ডা হাওয়া। তুষার চাদরে মুড়ি দিয়েছে দার্জিলিং পাহাড়।
গত কয়েকদিন ধরেই হিমাঙ্কের আশেপাশেই ঘোরাফেরা করছে দার্জিলিং-এর তাপমাত্রা। দু-তিনদিন ধরেই তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস।
হালকা বৃষ্টি চলছে কয়েক দিন ধরে। মেঘ এসে ঘিরে ধরছে পাহাড়কে। সারাদিন তুমুল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-এ। সঙ্গে হতে পারে বজ্রপাতও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোয় কলকাতায় বৃষ্টি হবে না, গোটা দক্ষিণবঙ্গেই আজ থেকে আবহাওয়ার উন্নতি। তবে উত্তরবঙ্গে আজও বৃষ্টি হবে।
হাড় কাঁপানো ঠান্ডা শৈলশহরে। আগামী দুদিনও এমন আবহাওয়াই চলবে বলে পূর্বাভাস
সেই সঙ্গে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি ও তথ্য মোহন প্রসাদ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -