Darjeeling Snowfall : তুষারে ঢাকল শৈলশহর, সরস্বতী পুজোর সকালে শুভ্রবসনে দার্জিলিং
দার্জিলিং
1/9
সরস্বতী পুজোর দিন বাড়তি প্রাপ্তি। সকাল সকাল তুষারপাত হল পাহাড়ে।
2/9
দার্জিলিং শহর, ঘুম, দাওয়াইপানি, টাইগার হিলে হল তুষারপাত।
3/9
শৈলশহরের ক্যাফেটেরিয়া যেন একটা ক্যালেন্ডারের পাতা। তুষারপাতের সঙ্গে সঙ্গে বইল ঝোড়ো হাওয়া।
4/9
হু হু করে বইছে ঠান্ডা হাওয়া। তুষার চাদরে মুড়ি দিয়েছে দার্জিলিং পাহাড়।
5/9
গত কয়েকদিন ধরেই হিমাঙ্কের আশেপাশেই ঘোরাফেরা করছে দার্জিলিং-এর তাপমাত্রা। দু-তিনদিন ধরেই তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস।
6/9
হালকা বৃষ্টি চলছে কয়েক দিন ধরে। মেঘ এসে ঘিরে ধরছে পাহাড়কে। সারাদিন তুমুল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং-এ। সঙ্গে হতে পারে বজ্রপাতও।
7/9
আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোয় কলকাতায় বৃষ্টি হবে না, গোটা দক্ষিণবঙ্গেই আজ থেকে আবহাওয়ার উন্নতি। তবে উত্তরবঙ্গে আজও বৃষ্টি হবে।
8/9
হাড় কাঁপানো ঠান্ডা শৈলশহরে। আগামী দুদিনও এমন আবহাওয়াই চলবে বলে পূর্বাভাস
9/9
সেই সঙ্গে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি ও তথ্য মোহন প্রসাদ
Published at : 05 Feb 2022 04:15 PM (IST)