Dengue: রাজ্যে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, কোনটা একদমই করবেন না ?

WB Dengue Update: রাজ্যে ডেঙ্গি আক্রান্তর মৃত্যু হয়ে চলেছে। বাংলায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা প্রায় ৫৮ হাজার।

রাজ্যে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, কোনটা একদমই করবেন না ?

1/10
ডেঙ্গি পরিস্থিতিতে বাড়ির কোনও জায়গাতেই জল জমিয়ে রাখবেনা। অ্য়াকোরিয়ামে মাছ না থাকলে, শুধু জল জমিয়া রাখবেন না।
2/10
বাড়ির আশের পাশের ড্রেন পরিষ্কার রাখুন. যেহেতু ডেঙ্গির চরিত্র বদলাচ্ছে, তাই সন্দেহ হলে দ্রুত পরীক্ষা করাবেন।
3/10
ডেঙ্গি হলে, জ্বরের সঙ্গে চোখের পিছনে ব্যথা হবে। জ্বরের সঙ্গে পেশিতে ব্যাথা হবে। বমিবমি ভাবে, মাথা যন্ত্রনা, হাড়ে ব্যাথাও হবে। তাই ফেলে রাখবেন না রোগ।
4/10
ডেঙ্গি হয়েছে কিনা বুঝতে এনএস ১ পরীক্ষা করালেই ধরা পড়বে আসল ভাইরাস। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে সিদ্ধান্ত নেবেন না।
5/10
রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। অকালে ঝরে যাচ্ছে একের পর এক তরুণ তরতাজা প্রাণ। আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল।
6/10
রাজ্যে ডেঙ্গি আক্রান্তর মৃত্যু হয়ে চলেছে। বাংলায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা প্রায় ৫৮ হাজার। তাই কোনওভাবেই অবহেলা করবেন না।
7/10
কেন রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গি সংক্রমণে মৃতের সংখ্যা ? তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন বাড়ছে পজিটিভিটি রেট? সেই উত্তর খুঁজতে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন স্বাস্থ্য কর্তারা।
8/10
ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
9/10
শুভেন্দু অধিকারী বলেনছেন, ট্যুইট করে বলেন, ‘রাজ্যের ডেঙ্গি-পরিস্থিতি অযোগ্য সরকারের হাতের বাইরে। আর্থিক সঙ্কটের কারণেই পরিস্থিতি এত ভয়াবহ। দেউলিয়ার পথে রাজ্য সরকার, যার পরিণাম ভুগছে জনস্বাস্থ্য। প্রাণ হারাচ্ছে মানুষ, পরিস্থিতি ভয়াবহ।'
10/10
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ' পুজোর পর ডেঙ্গি বেড়েছে। শীতে আর থাকবে না, এখন কম আছে। ২১ তারিখ একটা বৈঠক করব, ডেঙ্গি নিয়ে আলোচনা হবে '।
Sponsored Links by Taboola