Dengue Panic In Bengal : হু হু করে ডেঙ্গি বাড়ছে এই জেলাগুলিতে, ফিরবে কি সেই আতঙ্কের দিন ?
ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। ২ সপ্তাহের ডেঙ্গি সংক্রমণের তথ্য উদ্বেগের। জেলাগুলিকে সতর্ক করল নবান্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৪ থেকে ১১ অগাস্টের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন।
১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৪।
ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৬, ৬৯, ৮২, ৮৩ ও ১১২ নম্বর ওয়ার্ড সহ ১, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বরোয় ডেঙ্গির প্রকোপ বাড়ছে।
ওই সব এলাকায় দেওয়া হচ্ছে বাড়তি নজর। কলকাতা পুর এলাকায় জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৩৫২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন
মেয়রের ৮২ নম্বর ওয়ার্ডও ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে মহানগরে।
হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়িতে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত।
image 8
এই সপ্তাহে ১২ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৪.৩২ শতাংশ ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে।
প্রশাসনের তরফে প্রতিদিন পুরসভা ও ব্লক অঞ্চল গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -