Howrah Winter : এক পলকে মনে হবে 'অদৃশ্য নবান্ন', দেখুন ছবি
কুড়ি ডিগ্রি পেরলো কলকাতার তাপমাত্রা। এক ধাক্কায় আরো তিন ডিগ্রি তাপমাত্রা বাড়লো কলকাতায়। রাজ্যজুড়েই ঊর্ধ্বমুখী পারদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সকাল থেকেই কুয়াশা ঘন জেলা থেকে জেলা। সোমবার ভোর থেকেই হাওড়া শহর এলাকা কুয়াশার চাদরে ঢেকে যায়। ঘন কুয়াশার দাপটে সকাল ৭ টাতেও একটু দূরে জিনিস দেখা যাচ্ছিল না।
এক পলকে দেখলে মনে হবে হাওড়া থেকে উধাও নবান্ন। সৌজন্যে এই শীতে প্রথম কুয়াশার দাপট।
হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু এবং নবান্ন এলাকা এই শীতে প্রথম ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল। দৃশ্যমান্যতা কম থাকায় যানবাহনের গতি কম ছিল।
হাওড়া ব্রিজে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। এক প্রাতঃ ভ্রমণকারী জানিয়েছেন, তার কাছে নবান্ন থাকলেও তিনি দেখতে পাচ্ছেন না।
এক বাইকআরোহী জানিয়েছেন কুয়াশা বেশি থাকায় তার বাইক চালাতে অসুবিধা হচ্ছে। যদিও বেলা বাড়লে আস্তে আস্তে কুয়াশার দাপট কমতে থাকে।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পৌষের মাঝামাঝি উধাও শীত। সকাল থেকে কলকাতায় ঘন কুয়াশা। বেলা গড়ালে পরিষ্কার আকাশ।
এর পাশাপাশি, ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৬ ডিগ্রি বেশি। গত ২ দিনে সাড়ে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।
তথ্য ও ছবি - সুনীত হালদার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -