Howrah Winter : এক পলকে মনে হবে 'অদৃশ্য নবান্ন', দেখুন ছবি

Howrah Winter : সকাল থেকেই কুয়াশা ঘন জেলা থেকে জেলা। সোমবার ভোর থেকেই হাওড়া শহর এলাকা কুয়াশার চাদরে ঢেকে যায়।

এক পলকে মনে হবে 'অদৃশ্য নবান্ন', দেখুন ছবি

1/9
কুড়ি ডিগ্রি পেরলো কলকাতার তাপমাত্রা। এক ধাক্কায় আরো তিন ডিগ্রি তাপমাত্রা বাড়লো কলকাতায়। রাজ্যজুড়েই ঊর্ধ্বমুখী পারদ।
2/9
কিন্তু সকাল থেকেই কুয়াশা ঘন জেলা থেকে জেলা। সোমবার ভোর থেকেই হাওড়া শহর এলাকা কুয়াশার চাদরে ঢেকে যায়। ঘন কুয়াশার দাপটে সকাল ৭ টাতেও একটু দূরে জিনিস দেখা যাচ্ছিল না।
3/9
এক পলকে দেখলে মনে হবে হাওড়া থেকে উধাও নবান্ন। সৌজন্যে এই শীতে প্রথম কুয়াশার দাপট।
4/9
হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু এবং নবান্ন এলাকা এই শীতে প্রথম ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল। দৃশ্যমান্যতা কম থাকায় যানবাহনের গতি কম ছিল।
5/9
হাওড়া ব্রিজে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। এক প্রাতঃ ভ্রমণকারী জানিয়েছেন, তার কাছে নবান্ন থাকলেও তিনি দেখতে পাচ্ছেন না।
6/9
এক বাইকআরোহী জানিয়েছেন কুয়াশা বেশি থাকায় তার বাইক চালাতে অসুবিধা হচ্ছে। যদিও বেলা বাড়লে আস্তে আস্তে কুয়াশার দাপট কমতে থাকে।
7/9
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পৌষের মাঝামাঝি উধাও শীত। সকাল থেকে কলকাতায় ঘন কুয়াশা। বেলা গড়ালে পরিষ্কার আকাশ।
8/9
এর পাশাপাশি, ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৬ ডিগ্রি বেশি। গত ২ দিনে সাড়ে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।
9/9
তথ্য ও ছবি - সুনীত হালদার
Sponsored Links by Taboola