Fog: ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ল কলকাতা সহ দক্ষিণবঙ্গ
ঠান্ডার আমেজ সেভাবে না থাকলেও, আজ ভোর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা গেল ঘন কুয়াশা। এর জেরে যান চলাচল ব্যাহত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যায়। ভোরবেলা বিদ্যাসাগর সেতুও কুয়াশার চাদরে মোড়া ছিল।
মা উড়ালপুল সহ বিভিন্ন সেতু ও রাস্তায় কুয়াশার জেরে গাড়িগুলির গতি ছিল কম। ফলে যানজট দেখা যায়।
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও, ঘন কুয়াশার জেরে ভোরবেলা কিছুটা শীতের আমেজ ছিল।
কুয়াশার জেরে কলকাতার বিভিন্ন রাস্তাতেও দৃশ্যমানতা ছিল কম। রাস্তার আলো জ্বললেও, আলো-আঁধারি পরিবেশ ছিল।
ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামাতেও সমস্যা হয়। দমদম বিমানবন্দর সূত্রে খবর, দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ার ফলে সাময়িক সমস্যা দেখা দেয়। সকালের দিকে বিশেষ ব্যবস্থার সাহায্যে বিমান ওঠানামা করে।
এদিকে, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বইবে পূবালি হাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও কাল থেকে বৃষ্টি শুরু হবে। সরস্বতী পুজোতেও বৃষ্টির পূর্বাভাস।
এরই মধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -