Rain Forecast: নিম্নচাপ কেটেছে, তবে রেহাই নেই বর্ষা থেকে! সপ্তাহান্তেই ফের আসছে বৃষ্টি!

Rain Update News: সরছে নিম্নচাপ, তবে এখনই বৃষ্টি থেকে স্বস্তি মিলবে না! উত্তর থেকে দক্ষিণ, কোথায় কোথায় জারি সতর্কতা?

নিম্নচাপ কেটেছে, তবে রেহাই নেই বর্ষা থেকে! সপ্তাহান্তেই ফের আসছে বৃষ্টি!

1/10
আজ সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকলেও একটু স্বস্তির খবর। আজ নিম্নচাপের প্রভাব থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ। নিম্নচাপ সরতে শুরু করেছে ঝাড়খণ্ডের দিকে। আর সেই কারণেই, গত বেশ কয়েকদিন ধরে কলকাতায় যে বৃষ্টিটা চলছিল, তার প্রভাব আজ কমবে।
2/10
নিম্নচাপ সরলেও, এমন নয় যে আর বৃষ্টি হবে না। আজ কলকাতা ও তার আশেপাশের জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
3/10
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার।
4/10
ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লিতে। পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ ছত্রিশগড় হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ ঝাড়খন্ড উত্তরাখণ্ড এবং বিদর্ভতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান ও মধ্যপ্রদেশে।
5/10
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।
6/10
শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।
7/10
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
8/10
ঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
9/10
আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য কমবে উত্তরবঙ্গে।
10/10
কোনো কোনো জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
Sponsored Links by Taboola