Deshapriya Park Durga Puja: বড় চমক আনছে দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব, সম্প্রতি হয়ে গেল খুঁটি পুজো
Durga Puja 2023: বরাবরই পুজো এবং মেলা-দুটিই আকর্ষণ দেশপ্রিয় পার্কের। এবারও সেই আকর্ষণ রয়েছে।
নিজস্ব চিত্র
1/9
পুজোর আর কয়েকদিন বাকি। প্রতিবছরই রথযাত্রা বা তার আশেপাশের সময়েই বিভিন্ন বারোয়ারি পুজোর খুঁটিপুজো হয়ে যায়। কলকাতা শহরের যে কটি বারোয়ারি দুর্গাপুজো ঘিরে দর্শকদের উৎসাহ তুঙ্গে থাকে সেগুলির মধ্যে অন্যতম দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব। সেটিরই খুঁটি পুজো হয়ে গেল সম্প্রতি।
2/9
বরাবরই পুজো এবং মেলা-দুটিই আকর্ষণ দেশপ্রিয় পার্কের। এবারও সেই আকর্ষণ রয়েছে। এবার সম্প্রতি সেটিরই খুঁটি পুজো হয়ে গেল।
3/9
খুঁটি পুজো উপলক্ষে সেখানে হাজির ছিলেন বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার।
4/9
পুজো ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। ১০০ দিনের সামান্য বেশি বাকি। এবারও দেশপ্রিয় পার্কের দুর্গাপুজো নজর কাড়বে বলেই জানিয়েছেন পুজোর উদ্যোক্তারা।
5/9
দেশপ্রিয় পার্ক দুর্গা পুজো কমিটির সেক্রেটারি সুদীপ্ত কুমার বলেন, এই বছরেই বড়সড় চমক থাকছে পুজো ঘিরে। বড়কিছু দেখতে পাবেন দর্শনার্থীরা। শীঘ্রই পুজোর হোর্ডিং বেরবে বলে জানিয়েছেন তিনি।
6/9
এই বছর দেশপ্রিয় পার্ক দুর্গাপুজোয় শিল্পী হিসেবে কাজ করছেন গোবিন্দ গিরি।
7/9
দেবী প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন প্রদীপ রুদ্র পাল।
8/9
দেশপ্রিয় পার্ক দুর্গাপুজোর আলোকসজ্জার দায়িত্বে এবার রয়েছেন দীনেশ পোদ্দার এবং বাবলু নন্দী।
9/9
খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা, তেজস গাঁধী এবং অর্নব সেনগুপ্ত।
Published at : 28 Jun 2023 05:53 PM (IST)