Dhupguri By Poll 2023: ভোর থেকেই ভোটারদের লম্বা লাইন ধূপগুড়িতে, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব

Dhupguri By Election 2023: শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ভোর থেকেই ভোটারদের ভিড় ধূপগুড়িতে, কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোটগ্রহণ পর্ব

1/10
নির্দিষ্ট সময় মেনেই ধূপগুড়িতে শুরু হল বিধানসভার উপনির্বাচন (Dhupguri By Election)। এদিন ভোর থেকেই লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে।
2/10
তবে ভোট শুরুর কিছুটা পরেই ৬৬ নং বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর এসেছে। যার জেরে ওই বুথে ভোটগ্রহণ কিছু থমকে রয়েছে।
3/10
তবে শেষঅবধি পাওয়া খবরে, কোনও বুথ থেকেই অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। 
4/10
মোটের উপর শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
5/10
ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়।
6/10
পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট।
7/10
২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।
8/10
বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়।
9/10
বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।
10/10
অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে। কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ?  জানা যাবে ৮ সেপ্টেম্বর। 
Sponsored Links by Taboola