Dhupguri By Poll 2023: ভোর থেকেই ভোটারদের লম্বা লাইন ধূপগুড়িতে, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব
নির্দিষ্ট সময় মেনেই ধূপগুড়িতে শুরু হল বিধানসভার উপনির্বাচন (Dhupguri By Election)। এদিন ভোর থেকেই লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ভোট শুরুর কিছুটা পরেই ৬৬ নং বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর এসেছে। যার জেরে ওই বুথে ভোটগ্রহণ কিছু থমকে রয়েছে।
তবে শেষঅবধি পাওয়া খবরে, কোনও বুথ থেকেই অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।
মোটের উপর শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়।
পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট।
২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।
বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়।
বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।
অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে। কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ? জানা যাবে ৮ সেপ্টেম্বর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -