Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার, বাংলার বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছনোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Digha Jagannath Temple Inauguration: দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোঘাটন করলেন মুখ্যমন্ত্রী। হল প্রাণপ্রতিষ্ঠা। এদিন, ৫৬ ভোগ নিবেদন করা হয় জগন্নাথদেবকে।

Continues below advertisement

ফাইল ছবি

Continues below advertisement
1/10
বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলে গেল দ্বার। দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোঘাটন করলেন মুখ্যমন্ত্রী। হল প্রাণপ্রতিষ্ঠা। 
2/10
দিঘার পর্যটন মানচিত্রে এবার ভক্তিভাবের মিশেল। সকাল থেকেই উন্মাদনার ঢেউ আছড়ে পড়ে মন্দির চত্বরে। এরপরই হয় প্রাণপ্রতিষ্ঠা। সকালে যজ্ঞের পর বিগ্রহকে স্নান করিয়ে পরানো হয় সুনাবেশ।
3/10
মন্দিরে চারটি প্রবেশদ্বার। পূর্বদিকে সিংহদ্বার, পশ্চিমদিকে ব্য়াঘ্রদ্বার, দক্ষিণদিকে অশ্বদ্বার, উত্তরদিতে হস্তিদ্বার। এতে বিমান গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপূরম এবং অন্য়ান্য় প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য়দ্বারও তৈরি করা হয়েছে।
4/10
দুপুরে মন্দিরে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। অক্ষয়তৃতীয়ার মাহেন্দ্রক্ষণ দুপুর ৩টে থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত। শুভ ক্ষণে মন্দিরের দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।
5/10
দরজা ঠেলে ঢোকেন মন্দিরের ভিতরে। দু-হাত তুলে রব ওঠে জয় জগন্নাথ। আরতি করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুস্পার্ঘ্য নিবেদন করেন।
Continues below advertisement
6/10
সঙ্গে ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের রাজেশ দ্বৈতাপতি ও কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এদিন, ৫৬ ভোগ নিবেদন করা হয় জগন্নাথদেবকে।
7/10
মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানান, এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু অষ্টধাতুর নীলচক্র স্থাপন করা হয়েছে।
8/10
মুখ্যমন্ত্রী বলেন, "রত্নবেদির ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী শুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ, বলরাম, শুভদ্রাও আছেন।''
9/10
দিঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
10/10
জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্য়ে দিঘায় এদিন যেন চাঁদের হাট। মন্দির খুলতেই ভিতরে উপচে পড়ে ভিড়। দ্বারোঘাটনের পর সাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। 
Sponsored Links by Taboola