Kurmi Agitation: অভিষেকের কনভয়ে হামলাকাণ্ডে গ্রেফতার কুড়মি নেতা, প্রতিবাদ-প্রশ্নের মুখে শাসকদল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফাতার হয়েছে কুড়মি নেতা রাজেশ মাহাতো এবং ধৃত রাজেশ মাহাতোর সহযোগী নিশিকান্ত মাহাতো। তাঁদের নেতাকে গ্রেফতারের (Arrested) প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশালবনি সফরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। আক্রমণের সঙ্গে কুড়মিদের যোগ রয়েছে কি না, তা নিয়েও চলছে জোর তরজা।
মূলত এদিন তাঁদের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বাঁকুড়ার খাতরা ব্লকের আমডোবা গ্রামে প্রতিবাদ মিছিল করেন কুড়মিরা।
বিক্ষোভ প্রসঙ্গে মমতা বলেন, 'মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে। আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে বিজেপি, অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল, অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়।
তাঁদের নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ কুড়মিদের। পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামে কুড়মিদের বিক্ষোভ। কনভয়ে হামলার ঘটনায় ধৃত কুড়মিদের নিঃশর্ত মুক্তি ছাড়াও এসটি তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
আর এই ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, 'যারা রোজ সকাল বিকেল মিথ্যে বলছে, এদিকে বলছে বিজেপি করেছে, তাহলে কুড়মি নেতাদের কেন গ্রেফতার করছে ?'
মমতা বলেন, আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি'।
দিলীপ ঘোষ আরও বলেন, কী প্রতিহিংসা, সে যদি আন্দোলন করে থাকে, প্রমাণ হয়নি, সে আন্দোলনে কোনও হিংসা করেছে, তাঁকে রাতারাতি আপনি জেলে ঢুকিয়ে দিচ্ছেন।
মমতার আক্রমণ, 'মণিপুরের মতোই জাতি হিংসা ছড়াতে চায় বিজেপি। এবার কুড়মি আর আদিবাসীদের মধ্যে লাগিয়ে দিতে চায় বিজেপি। গণ্ডগোল করাতে অনেক নেতাকে কয়েক কোটি টাকা দিয়েছে বিজেপি।
যদিও এদিন দিলীপ পাল্টা বলেন, ' আরও মজার ব্যাপার, যেটা কুড়মির নেতারা বলছেন, আমি সমর্থন করি। সে হচ্ছে যে বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে। কে ভেঙেছে, কে দেখেছে ? একবারও ক্যামেরা ধরা পড়ল না কে কীভাবে করছে, সব নাটক। অভিষেককে নেতা করার জন্যে ইচ্ছে করে গাড়ি ভেঙে ড্রামা করা হচ্ছে। এভাবে কেউ নেতা হতে পারে না।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -