Dilip Ghosh : 'লীলা-মেলা-খেলা করেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে', মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষণার পরই দিলীপের বাণ
পুজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের দুর্গাপুজোর উপহার!!! গতবছরের ৫০ হাজার টাকার সঙ্গে এবার যোগ হল, আরও ১০ হাজার টাকা! FULL FRAME IN এ বছর রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে দেওয়া হবে ৬০ হাজার টাকা করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্যমন্ত্রী জানিয়ছেন, ৪৩ হাজার পুজো কমিটি এই অর্থ অনুদান পাবে। তিনি বলেন, ‘‘আমার ভাঁড়ার শূন্য। বলুন কত হাজার টাকা দেব? ৫০ থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করলাম''
মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান ঘোষণা প্রসঙ্গে তীব্র আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই দান-খয়রাতি চলছে।
দিলীপ বলেন, ' ওপর থেকে একটু ঢিলে হলেই বাঙালি দুর্নীতির কথা ভুলে যাবে। লীলা-মেলা-খেলা করেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে।'
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই পুরনো একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকে কটাক্ষও করেন তিনি।
তিনি বলেন, ' অনেকে বলেন কলকাতায় নাকি দুর্গাপুজো হয় না, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এমন পুজো আর কোথাও হয় না। এখানে এক বছর ধরে পরিকল্পনা হয়। দুর্দান্ত পুজো করতে গেলে আগে থেকে তৈরি থাকতে হবে। '
গতবছরই UNESCO’র স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন UNESCO’কে ধন্যবাদ জানিয়ে ১ সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হবে।
রাজ্য সরকার এই ঘোষণা করা মাত্র তাদের একহাত নিয়েছে সিপিএম। তাদের প্রশ্ন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা যেখানে দিতে পারছে না সরকার, যেখানে ঋণের বোঝা লাগাতার বেড়েই চলেছে, সেখানে শুধু রাজনৈতিক লাভের স্বার্থে অনুদানের ঘোষণা কেন?
৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের জন্য পুজোর ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পুজো কমিটিগুলির অনুদান। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মাত্রই সরব হন বিরোধীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -