Fever : একসঙ্গে চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস, ডেঙ্গি, ম্যালেরিয়া, টোম্যাটো ফ্লু, কীভাবে আলাদা করবেন?
ডেঙ্গি, সোয়াইন ফ্লুতে রক্ষে ছিল না, এবার পূর্ব মেদিনীপুরে হানা দিল স্ক্রাব টাইফাস! আক্রান্ত হয়ে কোলাঘাটের এক নার্সিংহোমে ভর্তি হয়েছে ৪জন শিশু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই সঙ্গে বাংলা জুড়ে দাপিয়ে চলেছে নানারকম জ্বর। ডেঙ্গি , ম্যালেরিয়া , সোয়াইন ফ্লু , টম্যাটো ফ্লু , হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজের পর এবার স্ক্রাব টাইফাস!
শুরুতেই জ্বর। মাথা ব্যথা। গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা। শ্বাসকষ্ট। সঙ্গে বমি। এই লক্ষণগুলি দেখা যাচ্ছে শিশুদের। এবার কনফিউশন তৈরি হচ্ছে উপসর্গ দেখে বোঝা যাবে কোন অসুখ হতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
নির্দিষ্ট সময় পরপর কাঁপুনি দিয়ে জ্বর আসা ম্যালেরিয়ার প্রাথমিক উপসর্গ। ম্যালেরিয়ায় জ্বর খুব বেড়ে যেতেও পারে, সঙ্গে অসম্ভব কাঁপুনি। কারও কারও ১০৫৩-১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠে যায়। এছাড়াও মাঝারি থেকে তীব্র কাঁপুনি , সবসময় শীত করা , গায়ে প্রচণ্ড ব্যথা, মাথার যন্ত্রণা ম্যালেরিয়ার লক্ষণ।
জমা জলই ম্যালেরিয়া ও ডেঙ্গির মশার আঁতুড়ঘর। এই আবহাওয়ায়, মশাবাহিত রোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিত্সকরা। চিকিত্সকরা বলছেন, জ্বর, প্রচণ্ড গায়ে হাতে ব্যথা, গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি সঙ্গে বমি, এসব লক্ষণ দেখা দিলে দেরি করবেন না। সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে, ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করুন।
কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা। ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া। গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি। নাক, মুখ থেকে রক্তপাত, এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করে।
কী এই টম্যাটো ফ্লু? চিকিত্সকরা বলছেন, এটি একটি ভাইরাল রোগ। হাতের তালু ও পায়ের পাতায় ফোসকা দেখা যায়। লাল রঙের ফোসকাগুলি দেখতে টম্যাটোর মতো, তাই নাম টম্যাটো ফ্লু। এই রোগের উপসর্গ হল - জ্বর, সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, বমিভাব, পেটে ব্যথা, ডায়েরিয়া। এছাড়াও, গলা, মুখ ও জিভে ঘা হয়, জ্বালাভাব থাকে। খেতে সমস্যা হয়। উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন। রোগটি খুবই ছোঁয়াচে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -