Dilip Ghosh : একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর, উপহারে কী দিলেন লকেট, সুকান্ত? কে কে থাকছেন বিয়েতে?
সঙ্ঘের প্রচারক থেকে এবার সংসারী হতে চলেছেন দিলীপ ঘোষ। তাই সতীর্থদের অনেকেই সকাল সকাল পৌঁছে গিয়েছেন তাঁর নিউটাউনের আবাসনে।
একটু পরেই বিয়ে দিলীপ-রিঙ্কুর
1/10
নিউটাউনে একটু পরেই চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের। পাত্রীও দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী । ছাদনাতলা হচ্ছে না। এক্কেবারেই আইনি মতে ছিমছাম বিয়ে।
2/10
জানা গিয়েছে, ২০২১ সালে পরিচয় হয় তাঁদের। ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয় দুজনের । যদিও আগে থেকেই বিজেপির কর্মী ছিলেন রিঙ্কু । সম্প্রতিই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
3/10
সঙ্ঘের প্রচারক থেকে এবার সংসারী হতে চলেছেন দিলীপ ঘোষ। তাই সতীর্থদের অনেকেই সকাল সকাল পৌঁছে গিয়েছেন তাঁর নিউটাউনের আবাসনে।
4/10
তবে বন্ধুবান্ধবের সমাবেশে নয়, একেবারে পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে হবে রেজিস্ট্রি বিয়ে। সঙ্গে রয়েছে ন দিলীপ ঘোষের মাও।
5/10
বিয়ের অনুষ্ঠানের সময় থাকতে পারছেন না। তাই সকালই সকালই দিলীপের হাতে উপহারের ব্যাগ তুলে দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলেন মিষ্টি, ধুতি, ফুল।
6/10
সফলতম বিজেপি সভাপতির জীবনে বাজতে চলেছে বিয়ের সানাই! শুভেচ্ছা জানালেন দলের নেত্রী অগ্নিমিত্রা পাল। জানালেন, দিলীপ ঘোষের হাত ধরেই পার্টিতে এসেছেন। পাত্রীও তাঁর ভগিনী-প্রতিম, পার্টি কর্মীই। তাই শুভেচ্ছা অকুণ্ঠ। সেই সঙ্গে বললেন, ভোজ খাওয়াতে হবে কিন্তু।
7/10
রাজনীতিতে যতই বিরোধিতা থাক, বিয়ে নিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তৃণমূল নেতাদের ঢল নেমেছে! কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লিখেছেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না
8/10
বিয়ে নিয়ে দিলীপ ঘোষ মুখ না খুললেও, শুক্রবারই যে বিয়ে, তা স্বীকার করে নিয়েছেন রিঙ্কু মজুমদার। শোনা যাচ্ছে মূলত মায়ের ইচ্ছা এবং জোরাজুরিতেই বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে ছেলের হারের পর, কাজের চাপ কমে যাওয়ায়, আর তাঁকে একা থাকতে দিতে রাজি ছিলেন না বৃদ্ধা মা পুষ্পলতা ঘোষ।
9/10
বিয়ে নিয়ে দিলীপ ঘোষ মুখ না খুললেও, শুক্রবারই যে বিয়ে, তা স্বীকার করে নিয়েছেন রিঙ্কু মজুমদার। শোনা যাচ্ছে মূলত মায়ের ইচ্ছা এবং জোরাজুরিতেই বিয়েতে রাজি হন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে ছেলের হারের পর, কাজের চাপ কমে যাওয়ায়, আর তাঁকে একা থাকতে দিতে রাজি ছিলেন না বৃদ্ধা মা পুষ্পলতা ঘোষ।
10/10
শেষ অবধি মায়ের কথাতেই বিয়েতে রাজি হয়ে যান তাঁর স্নেহের মেজ ছেলে নাড়ু। আর এবার বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতির চার হাত এক হওয়ার অপেক্ষা।
Published at : 18 Apr 2025 12:36 PM (IST)