Dilip Ghosh : দিলীপের পছন্দে কিনেছেন শাড়ি, চলছে সাজগোজ, ১৭ বছরের প্রতীক্ষা সার্থক, বলছেন রিঙ্কু
জীবনে একটা সময়ের পর ইমোশনাল সাপোর্ট প্রয়োজন নয়, বলছেন রিঙ্কু
১৭ বছরের প্রতীক্ষা সার্থক, বলছেন রিঙ্কু
1/9
বিয়ে জন্য তৈরি হচ্ছেন রিঙ্কু মজুমদার। চোখে মুখে খুশির আভাস। বলছেন, ১৭ বছরের প্রতীক্ষা সার্থক হল যেন....
2/9
বিয়েতে যে শাড়িটি পরবেন, কেনার সময় ছবি পাঠিয়েছিলেন দিলীপকে। তাঁকে ছবি দেখিয়েই করেছেন সব শপিং। জানালেন, কাল থেকেই যেন জীবনটা অন্য রুটে চলতে শুরু করেছে।
3/9
বিয়ের প্রস্তাব তিনিই দিয়েছিলেন। অকপটেই জানিয়েছেন রিঙ্কু মজুমদার। সময় নিয়েছিলেন দিলীপ। তারপর সম্মতি । এমন একজন মানুষকে সঙ্গী হিসেবে পেয়ে আপ্লুত তিনি।
4/9
এবিপি আনন্দকে জানালেন, তিনি মনে করেন, জীবনে একটা সময়ের পর বাড়িতে একজন সঙ্গী থাকা বড় দরকার। যিনি বহির্জগতের সব ঝড়ঝাপটার সময়ে ইমোশানাল সাপোর্ট দেবেন। এ কথা তিনি বোঝাতে পেরেছেন দিলীপকে।
5/9
দিলীপ ঘোষের মাও বহুদিন ধরেই চাইছিলেন মেজো ছেলে নাড়ু সংসারে থিতু হোক। শেষমেষ ৬৩ বছরে এসে যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তাতে খুশি মাও।
6/9
গোধূলি লগ্নে বিয়ে। আইনি বিয়ের সঙ্গে সঙ্গে হবে কিছু বৈদিক আচারও। তাই একটু রূপটান দিচ্ছেন হবু দিলীপ-ঘরনী।
7/9
পাত্রী রিঙ্কু দঃ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী । ২০১৩ থেকে বিজেপির কর্মী। দিলীপ ঘোষের সঙ্গে আলাপ অনেক পরে। কিন্তু বহুদিন থেকেই যে দিলীপকে তাঁর মনে ধরেছিল, তা বলেছেন নিজেই।
8/9
বিকেলের পর চার হাত এক হচ্ছে দুজনের। পৌঁছে গিয়েছে মিষ্টি। জমে উঠছে ভিড় দিলীপের বাড়িতে উপহার নিয়ে সুকান্ত-শমীক-লকেট। ধুতি, মিষ্টির ডালা সাজিয়ে তুলে দেওয়া হয়েছে নেতার হাতে।
9/9
বিয়েতে হাজির হয়েছেন পাত্রী রিঙ্কুর বেশ কয়েক জন আত্মীয়ও। তাঁরাও উচ্ছ্বসিত। নিজের আনন্দ চাপা রাখতে চাইছেন না পাত্রী নিজেও।
Published at : 18 Apr 2025 03:14 PM (IST)