Paray Sikkhalay : শুরু হল সপ্তম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে ক্লাস পাড়ায় শিক্ষালয়, দেখুন কী নিয়মে হল ক্লাস

শুরু হল সপ্তম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে ক্লাস পাড়ায় শিক্ষালয়

1/11
রাজ্য সরকারের নতুন প্রকল্প, নাম ‘পাড়ায় শিক্ষালয়’ , আজ থেকে শুরু হয়ে গেল সেই ক্লাস। বহু দিন বাদে স্কুলের মুখ দেখল খুদেরা।
2/11
রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে ক্লাস হবে। প্রতিটি ব্যাচে ক্লাসের সময়সীমা ২ ঘণ্টা। একই ক্লাসের পড়ুয়াকে সপ্তাহে আসতে হবে ন্যূনতম ২ দিন।
3/11
পড়ুয়াদের ক্লাস হল খোলা মাঠে। ক্লাস নিলেন রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক এবং শিক্ষা সহায়করা।
4/11
কোভিডকালে শৈশব ঘরবন্দি হওয়ার ফলে প্রান্তিক এলাকায় পড়ুয়ারা এতদিন যা শিখেছিল, তা কার্যত ভুলতে বসেছে --এমন আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।
5/11
উঁচু ক্লাসের ক্লাস শুরুর কথা বিবেচনা থাকলেও এখনই কচিকাঁচাদের স্কুলে আনা যাবে না এমনটা ভেবেই সরকারের বিকল্প স্কুলের ভাবনা।
6/11
একাধিক স্কুলের মাঠেও সোমবার থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয়।
7/11
প্রশাসনের সহযোগিতায় ক্লাবের মাঠ, পার্ক-সহ বিভিন্ন ফাঁকা জায়গাকে চিহ্নিত করা হয়েছে।
8/11
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মাঠেও এবার হবে পাড়ায় শিক্ষালয়। বৈষ্ণবঘাটা পাটুলির উপনগরী উদ্যানে একসঙ্গে ৯টি স্কুলের ক্লাস হবে।
9/11
পাড়ায় শিক্ষালয়ের পর্যবেক্ষক হিসেবে থাকবেন সর্বশিক্ষা মিশনের একজন প্রতিনিধি।
10/11
চেতলায় পাড়ায় শিক্ষালয়ে উপস্থিত হন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
11/11
পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে আজ সিউড়িতে খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কিতকিত এবং ল্যাংচা খেলায় মাতলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় । পাড়ায় শিক্ষালয় শুরু সিউড়িতে।
Sponsored Links by Taboola