Paray Sikkhalay : শুরু হল সপ্তম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে ক্লাস পাড়ায় শিক্ষালয়, দেখুন কী নিয়মে হল ক্লাস
রাজ্য সরকারের নতুন প্রকল্প, নাম ‘পাড়ায় শিক্ষালয়’ , আজ থেকে শুরু হয়ে গেল সেই ক্লাস। বহু দিন বাদে স্কুলের মুখ দেখল খুদেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে ক্লাস হবে। প্রতিটি ব্যাচে ক্লাসের সময়সীমা ২ ঘণ্টা। একই ক্লাসের পড়ুয়াকে সপ্তাহে আসতে হবে ন্যূনতম ২ দিন।
পড়ুয়াদের ক্লাস হল খোলা মাঠে। ক্লাস নিলেন রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক এবং শিক্ষা সহায়করা।
কোভিডকালে শৈশব ঘরবন্দি হওয়ার ফলে প্রান্তিক এলাকায় পড়ুয়ারা এতদিন যা শিখেছিল, তা কার্যত ভুলতে বসেছে --এমন আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।
উঁচু ক্লাসের ক্লাস শুরুর কথা বিবেচনা থাকলেও এখনই কচিকাঁচাদের স্কুলে আনা যাবে না এমনটা ভেবেই সরকারের বিকল্প স্কুলের ভাবনা।
একাধিক স্কুলের মাঠেও সোমবার থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয়।
প্রশাসনের সহযোগিতায় ক্লাবের মাঠ, পার্ক-সহ বিভিন্ন ফাঁকা জায়গাকে চিহ্নিত করা হয়েছে।
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মাঠেও এবার হবে পাড়ায় শিক্ষালয়। বৈষ্ণবঘাটা পাটুলির উপনগরী উদ্যানে একসঙ্গে ৯টি স্কুলের ক্লাস হবে।
পাড়ায় শিক্ষালয়ের পর্যবেক্ষক হিসেবে থাকবেন সর্বশিক্ষা মিশনের একজন প্রতিনিধি।
চেতলায় পাড়ায় শিক্ষালয়ে উপস্থিত হন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে আজ সিউড়িতে খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কিতকিত এবং ল্যাংচা খেলায় মাতলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় । পাড়ায় শিক্ষালয় শুরু সিউড়িতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -