Duare Sarkar Scheme: ফের চালু ‘দুয়ারে সরকার’, কী পরিষেবা মিলছে, বাদই বা গেল কোনটি!
সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ঘোষণা মতোই, মঙ্গলবার থেকে শুরু হল ‘দুয়ারে সরকার শিবির’। ‘দুয়ারে সরকার’ শিবির। তবে এ বার নতুন পরিষেবা যুক্ত হয়েছে আরও। সেগুলি কী কী, জেনে নিন বিশদে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ বারের ‘দুয়ারে সরকার’ শিবিরে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারবেন। এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা পেতে পারেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই।
এই প্রথম ‘দুয়ারে সরকার’ প্রকল্পে শিবির খুলতে চলেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। অতিরিক্ত বিল আসার কারণ যে সমস্ত গৃহস্থ বা কৃষক, বকেয়া মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা যাতে বিদ্যুতের বিলে ছাড় পান, সেই চেষ্টা করা হবে এই শিবিরের মাধ্যমে।
‘দুয়ারে সরকার’ শিবিরে গিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ প্রকল্পের জন্যও আবেদন জানানো যাবে। নাম, ব্য়াঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত ত্রুটি সংশোধনও করিয়ে নিতে পারবেন গ্রাহকরা।
এ বারের ‘দুয়ারে সরকার’ শিবিরে মোট ২৫টি সরকারি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেই তালিকায় রয়েছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতি শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জহর, কৃষকবন্ধু, নতুন ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট খোলা, আধার সংক্রান্ত ত্রুটি সংশোধন, কৃষি জমি মিউটেশন।
এ ছাড়াও, ক্ষুদ্র-ছোট ও মাঝারি শিল্প, সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের নাম নথিভুক্তির পরিষেবাও মিলবে এ বারের ‘দুয়ারে সরকার’ শিবিরে।
‘দুয়ারে সরকার’ শিবিরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও দালাল বা ফড়েচক্র যাতে সক্রিয় না থাকে, তা নিয়ে বিশেষ ভাবে সক্রিয় সরকার। পুলিশকেও সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনকেও কড়া নির্দেশ দিয়েছে নবান্ন।
পোস্ট অফিসের অধীনে IPPB অ্যাকাউন্ট খুলতে প্য়ান, আধার সঙ্গে নিয়ে যেতে হবে না। লাগবে না ছবি। শুধু আধার নম্বর আর ওটিপি বলতে পারলেই হবে। সঙ্গে সঙ্গে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন গ্রাহক। ভার্চুয়াল ডেবিট কার্ডও ডাউনলোড করা যাবে। অন্য কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হলে প্রয়োজনীয় সব নথি লাগবে যদিও।
এ বারে ‘দুয়ারে সরকার’ শিবিরগুলির মধ্যে ২০ শতাংশই মোবাইল মোডে চলছে। অর্থাৎ গাড়ি নিয়ে প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে যাবে শিবির। রবিবার শিবির খুলবে না। সরকারি ছুটিতেও (৮ ও ১৫ নভেম্বর) বন্ধ থাকবে। তবে কেন্দ্রীয় সরকার অনুদান বন্ধ করে দেওয়ায় ১০০ দিনের কাজের আবেদন বন্ধ রাখা হয়েছে এ বার, এমনই জানানো হয়েছে।
গত বিধানসভা নির্বাচনে গেরুয়া দাপট যখন সর্বত্র অনুভূত হচ্ছে, সেই সময় ‘দুয়ারে সরকারে’র মতো প্রকল্পই ভোট বাক্সে তৃণমূলকে বাড়তি সুবিধা করে দেয়। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সেই প্রকল্পকেই অবলম্বন করছে শাসক শিবির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -