Train Reschedule: দমদম স্টেশনে কাজের জের, একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের
দমদম স্টেশনে ৫ নম্বর প্ল্যাটফর্মের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত। একইসঙ্গে ট্রেনের রুটেও কাটছাঁট করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, আগামীকাল অর্থাৎ ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এই কাজ হবে। তাই ওই ২০ দিন ৫ নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন ঢুকবে না।
বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত লোকাল, ৩৩৩১১ বারাসাত-হাসনাবাদ, ৩০৩২২ হাসনাবাদ-বিবিদি বাগ, ৩০১৪৫ বিবিদি বাগ-কৃষ্ণনগর, ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম, ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট, ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ।
রেলের এই সিদ্ধান্তে ৩৩২৮২ হাসনাবাদ-দমদম, ২২৩২১ দমদম-ব্যারাকপুর, ২২৩৩২ ব্যারাকপুর-দমদম, ৩৩২৭১ দমদম-গোবরডাঙা লোকালও বাতিল থাকবে এই ২০ দিন।
যাত্রাপথ কাটছাঁটের পাশাপাশি ঘুর পথেও ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। ৩০৩১৭ মাঝেরহাট দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে ছেড়ে কর্ড লাইন ধরে আসবে।
কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩০৩৪৬ বনগাঁ মাঝেরহাট লোকাল যাবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। ৩০৩৪৪ বনগাঁ মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ মাঝেরহাট লোকাল যাবে বারাসাত পর্যন্ত।
কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩০৩৪৬ বনগাঁ মাঝেরহাট লোকাল যাবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। ৩০৩৪৪ বনগাঁ মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ মাঝেরহাট লোকাল যাবে বারাসাত পর্যন্ত।
পূর্ব রেল জানিয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও কাটছাঁট করা হয়েছে। ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা ছাড়বে বারাসাত থেকে। ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে।
টানা ২০ দিন ধরে একাধিক ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়বেন যাত্রীরা। অফিস টাইম তো বটেই দিনের অন্যান্য সময়ও ট্রেনের বাতিলের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -