Kali Puja 2025: মুখোশের আড়ালেই লুকিয়ে আসল রূপ, সামাজিক বার্তায় কালীপুজোয় চমক মধুগড় মিলন চক্র ক্লাবের
Dumdum Kali Puja 2025: চলতি বছরে ৪৩-এ পা রাখল এখানকার মা কালীর আরাধনা। এবারের থিমেও চমক। মধুগড় মিলন চক্র ক্লাবের এবারের পুজোর থিম মুখ মুখোশের আড়ালে।
Continues below advertisement
মধুগড় মিলন চক্র ক্লাব কালী পুজো ২০২৫
Continues below advertisement
1/8
দিকে দিকে মায়ের আরাধনা। দমদমের মধুগড় মিলন চক্র ক্লাবের কালীপুজোও পিছিয়ে নেই। প্রতি বছরের মত এবারও নতুন আকর্ষণ তাঁদের পুজোয়।
2/8
চলতি বছরে ৪৩-এ পা রাখল এখানকার মা কালীর আরাধনা। এবারের থিমেও চমক। মধুগড় মিলন চক্র ক্লাবের এবারের পুজোর থিম মুখ মুখোশের আড়ালে।
3/8
নদিয়া জেলার শিল্পীদের হাতে এই প্যান্ডেল ফুটে উঠেছে দারুণভাবে। সমাজে আমাদের বিভিন্ন মুখোশধারী মানুষদের দেখতে পাই। সেটিই প্যান্ডেলের থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
4/8
এলাকার এই পুজো শুরুতে সেভাবে সারা জাগাতে না পারলেও বিগত কয়েক বছরে এই পুজো এলাকার অন্য়তম সেরা কালী পুজো হিসেবে উঠে এসেছে।
5/8
ক্লাবের তরফে জানানো হয়েছে, চারিদিকে মানুষের আসল যে রূপ তার ওপর একটা খোলস থাকে, ছল-কপাটের পর্দা থাকে। সে বিষয়ে দর্শনার্থীদের সচেতন করাই উদ্যোগ মূলত।
Continues below advertisement
6/8
এক চালার মায়ের মূর্তিটিও অসাধারণ। বনগাঁর বিখ্যাত মৃৎশিল্পী প্রদীপ ভট্টাচার্য এই মূর্তি তৈরি করেছে।
7/8
প্যান্ডেলে পা রাখলেই চারিদিকে দেখতে পাওয়া যাবে মুখের খোলস, গিরগিটির ছবি। যেভাবে গিরগিটি রং বদলায়, তেমনভাবই মানুষের চরিত্রের রং বদলায় এটাই তুলে ধরা হয়েছে।
8/8
পুজোর থিমে প্রতিটি ক্লাবই কোনও না কোনও সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করে থাকে। মধুগড় মিলন চক্রের ভাবনা কিন্তু সেখানে অনেকটাই নতুনত্ব এনেছে। নিশ্চিতভাবেই এবারের পুজোয় নুতন আকর্ষণ যোগ করবে এই পুজো।
Published at : 20 Oct 2025 09:38 PM (IST)